গাছ লাগাই, পরিবেশ বাঁচাই”—এই স্লোগানকে সামনে রেখে কাউনিয়ায় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ছাওয়াব উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার(১৯ আগষ্ট) দুপুরে সাব্দি দারুস সুন্নাহ আলিম মাদ্রাসা মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি ও গাছের চারা বিতরণ উপলক্ষে আলোচনা সভায় অধ্যক্ষ আবুল কালাম আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাব্দী দারুস সুন্নাহ আলিম মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব সেকেন্দার আলী বিএসসি, অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, শহীদবাগ ইউনিয়ন জামায়তে ইসলামি সভাপতি সরকারি অধ্যাপক মাওলানা মোঃ এমদাদুল হক, শহীদবাগ বিএনপি’র সহ-সভাপতি আজিজুল ইসলাম, কোষাধক্ষ্য নাজির হোসেন বাবু, সওয়াব সংগঠনের কাউনিয়ার ভলান্টিয়ার সোহেল রানা রাশেদুল ইসলাম সহ আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এ সময় বক্তারা বলেন—জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগাতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে একটি সবুজ পৃথিবী উপহার দিতে হলে বৃক্ষরোপণের বিকল্প নেই।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা