রংপুরের কাউনিয়ায় ওজন ও পরিমাপ, পণ্যের মোড়কজাতকরণ এবং গুণগতমান নিশ্চিতকরণের লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে বিএসটিআই বিভাগীয় কার্যালয় রংপুর। গত ১০.০৮.২০২৫ খ্রি. রবিবার বিকেলে উপজেলা প্রশাসন কাউনিয়া রংপুর এবং বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর সমন্বয়ে রংপুর জেলার কাউনিয়া উপজেলায় একটি মোবাইল কোর্ট পরিচালনা হয়। উক্ত মোবাইল কোর্টে-বুলবুল দই ফ্যাক্টরী হলদিবাড়ি কাউনিয়া রংপুর প্রতিষ্ঠানকে ফার্মেন্টেড মিল্ক (দই) পণ্যের মোড়কজাত নিবন্ধন সন গ্রহন না করে বিক্রয়- বিপনন ও বাজারজাতকরণের অপরাধে “ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮” এর ২৪(১)/৪১ ধারায় ১০,০০০/- (দশ হাজার) টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্টটি বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মুহিদুল হক উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, কাউনিয়া রংপুর এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর অফিসের কর্মকর্তা জনাব খন্দকার মোঃ জামিনুর রহমান, ফিল্ড অফিসার (সিএম) এবং মোঃ নাসির উদ্দিন , পরিদর্শক (মেট্রোলজি)। জনস্বার্থে বিএসটিআই, রংপুর’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে জানা তারা।