মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০১ পূর্বাহ্ন

কাউনিয়ায় পাট রপ্তানি অব্যাহত রাখা ও ষড়যন্ত্র বন্ধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি / ৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

পাট রপ্তানি অব্যাহত রাখা এবং পাট খাতকে ঘিরে বিভিন্ন মহলের ষড়যন্ত্র বন্ধের দাবিতে রংপুরের কাউনিয়ায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে।

রবিবার বেলা ১১টার দিকে উপজেলার রংপুর কুড়িগ্রাম  মহাসড়কের বেইলিব্রিজ বাজার এলাকায়  এ কর্মসূচিতে কৃষক, ব্যবসায়ী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ মানববন্ধনে অংশ নেন।

এ সময় বক্তারা বলেন—বাংলাদেশের ঐতিহ্যবাহী সোনালী আঁশ পাট দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। পাট ও পাটজাত পণ্য রপ্তানি অব্যাহত রাখা দেশের কৃষক, ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষের স্বার্থের সঙ্গে সরাসরি যুক্ত। অথচ কিছু মহল ষড়যন্ত্রের মাধ্যমে এ খাতকে ধ্বংসের চেষ্টা করছে।

বক্তারা আরও বলেন, ষড়যন্ত্র বন্ধ না হলে কৃষকরা লোকসানে পড়বেন এবং কর্মসংস্থান হুমকির মুখে পড়বে। তাই সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক  বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ