শিরোনাম
ডোমারে ট্রেন থেকে ছোড়া ঢিলে যুবক গুরুতর আহত কালীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের বিএনপি’র সংবর্ধনা কোথাও কোনো সুশাসন-নিয়ন্ত্রণ নেই : মির্জা ফখরুল দিনাজপুরে আন্তঃধর্মীয় সংলাপ ও সম্প্রীতি সমাবেশ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে সিঙ্গাপুরে ৬০ বছর পূর্তি উপলক্ষে লালমনিরহাট জেলার কৃতিসন্তান সিঙ্গাপুর প্রবাসী কবি মুকুল হোসেন এর “ও সিঙ্গাপুর”গানের মোরক উন্মোচন এবং থ্রো দা উটস পেইন্টিং এর নতুন সুচনা মিঠাপুকুরে “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে” শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন আগামী নির্বাচনে অস্ত্রের চেয়েও ভয়াবহ হুমকি এআই: সিইসি মাইলস্টোন ট্র্যাজেডি : মৃত্যুর কাছে হার মানলো ১৩ বছরের জারিফ গাইবান্ধায় বিয়েবাড়িতে সাবান-স্নো না থাকায় নারীদের তর্কযুদ্ধ; বরপক্ষকে আটকে রাখার অভিযোগ ৪-৫ মাস বয়সী রাজনৈতিক দল হিসেবে ভালো সাড়া পেয়েছি: নাহিদ ইসলাম
শনিবার, ২৬ জুলাই ২০২৫, ০১:২৪ অপরাহ্ন

কাউনিয়ায় পদ্ম ফুলের সুগন্ধে মাতোয়ারা দর্শনার্থীরা

মোঃ আব্দুল্লাহ আনন্দ, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি - / ৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

‘চারদিকে ছড়িয়ে আছে পদ্ম। মৃদু হাওয়াতে দুলছে ফুলগুলো। ভোরে যেন সৌন্দর্যের পসরা সাজিয়ে রয়েছে বিলে ৷ হাতের কাছে, চোখের সামনে ফুটে আছে অসংখ্য ফুল। কাছ থেকে তাকিয়ে দেখলে স্বপ্নের দেশে ভাসিয়ে নিয়ে যাবে। এছাড়াও বিলে সাদা বক, পাতি হাঁসের সাঁতার কাটা, বিভিন্ন পাখির শব্দ মনকে উদ্বেলিত করে।প্রস্ফুটিত পদ্ম ফুলের সৌন্দর্য দেখতে প্রতিদিনই ছুটে আসছেন কাছে-দূরের দর্শনার্থীরা।

প্রতিদিনই রংপুর–কুড়িগ্রাম সড়কে ছুটে চলা যানবাহনের বিভিন্ন বয়সী দর্শনার্থীরা ঘুড়ে ঘুরে উপভোগ করছেন এমন অপরূপ সৌন্দর্য। এসব পদ্মফুলের দেখা মিলেছে জেলার কাউনিয়া উপজেলার বেতানি পদ্ম বিলে। অনেক বছর ধরে প্রাকৃতিকভাবে জন্ম নেয় এখানকার পদ্মফুল। ফুল দেখার উদ্দেশে রংপুরসহ আশেপাশের কয়েক উপজেলার মানুষ এ বিলে ঘুরতে আসেন। পদ্ম বিলের সৌন্দর্য উপভোগের পাশাপাশি কিছু সময়ের জন্য হারিয়ে যান প্রকৃতির মাঝে।

কাউনিয়া উপজেলার বালাপাড়া ও শহীদবাগ ইউনিয়নের রংপুর কুড়িগ্রাম মহাসড়কের কোল ঘেঁষে অবস্থিত বেতানির বিল। রংপুর জেলা শহর থেকে মাত্র ১৮ কিলোমিটার দূরে অবস্থিত এবিল ইতোমধ্যে পদ্মবিল হিসেবে পরিচিতি পেয়েছে। বিলের অধিকাংশ জমিতেই প্রাকৃতিকভাবে পদ্মফুল জন্মে থাকে প্রতি বছরই।পুরো বিল গোলাপী আর সাদা রঙের পদ্মফুলে ভরে ওঠে। এযেন বিধাতার এক অপরূপ সৃষ্টি, যা দেখলে যে কারো মন জুড়িয়ে যায়। পদ্ম বিলের সৌন্দর্য দেখার জন্য প্রতিদিনই বন্ধু-বান্ধব ও পরিবার পরিজন নিয়ে দর্শনার্থীরা এখানে আসেন। যে যার মতো করে বিলের সৌন্দর্য উপভোগ করেন আর ক্যামেরার ফ্রেমে বন্দি করে রাখেন। বাংলা বছরের আষাঢ় থেকে শুরু করে কার্তিক মাস পর্যন্ত বেতানির পদ্ম বিলে ফুল থাকে।

পদ্ম বিলের সৌন্দর্য উপভোগ করতে আসা জহির রায়হান বলেন, প্রতিবছরে পরিবার-পরিজনের সঙ্গে পদ্ম বিল ঘুরতে আসি। এ বিলের সৌন্দর্য দেখার মতো। এখানে ঘুরতে আসলে মন ভালো হয়ে যায়।

পদ্মফুল বিক্রেতা স্থানীয় দুই শিশু জিয়াদ ও রহিম বলেন, আমরা প্রতিদিন চারশত থেকে পাঁচশত টাকার ফুল বিক্রি করি। এই ফুল ফুটলে আমাদের দিন ভালো যায়। আমাদের স্কুলের খাতা, কলম, জামাকাপড় কিনতে সুবিধা হয়।

রংপুর থেকে ঘুরতে আসা পদ্মপ্রেমী সৈকত ও সাগর তাদের বান্ধবীদের নিয়ে পদ্ম ফুলের বিল দেখতে এসেছেন। এখানে ঘোরার মতো নৌকা বা অন্য কোন ব্যবস্থা না থাকায় দুর থেকে সৌন্দর্য উপভোগ করে প্রতিটি পদ্ম ফুল ১০ টাকা করে কিনে ফিরে গেলেন নিজ গন্তব্যে।

পদ্ম বিল পাড়ের একজন বাসিন্দা নাজমুল আলম বলেন, বিভিন্ন জেলা থেকে মানুষ পদ্মবিলের সৌন্দর্য উপভোগ করতে এখানে আসেন। রাস্তায় দাঁড়িয়ে থেকে উপভোগ করেন পদ্মবিলের অপরূপ সৌন্দর্য।

স্থানীয়রা জানায়, কাউনিয়ায় বিনোদনের তেমন কোন স্থান না থাকায় বর্ষা কালে পদ্ম ফুল দেখতে এই বিলে আসেন বিনোদন প্রেমীরা। ফুল ফোটার পর স্থানীয় কিছু ব্যাক্তি ফুল বিক্রি করে ভালই আয় করছেন। কিছু লোক দেদারছে এই ফুল তুলে বিক্রি করছে মানছে না কোন নিয়ম-নীতি। এতে সৌন্দর্য হারাচ্ছে পদ্মবিল।

পরিবেশবাদীদের দাবী বিলের ফুলগুলো সংরক্ষণ করা গেলে ভালো হতো। কাউনিয়া উপজেলা প্রশাসন যেন বিলের সৌন্দর্য ও পদ্মফুল রক্ষায় ব্যবস্থা নেয়!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ