কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের রাজীব গ্রামে ক্রয়কৃত জমি জোরপূর্বক দখলের চেষ্টা এবং আসবাব পত্র ভাংচুর ও নগদ ৩ লক্ষাধিক টাকা লুটপাট হওয়ার অভিযোগ ওঠেছে একই গ্রামের আখলাদ হোসেন গং এর বিরুদ্ধে।
থানায় অভিযোগ সূত্রে জানাগেছে উপজেলার টেপামধুপুর ইউনিয়নের রাজীব গ্রামের মৃত্যু আলিম উল্লাহ’র পুত্র আব্দুল হালিম (৪৯) একই গ্রামের মৃত্যু জাফর আলীর পুত্র আব্দুল মোতালেব হোসেনের নিকট দলিল মূলে ১৫শতাংশ জমি ক্রয় করে ভোগদখল করে আসছে।
একই গ্রামের মৃত্যু আলতাফ হোসেনের পুত্র মোঃ আখলাদ হোসেন গং উক্ত জমি জোড় পূর্বক দখলের চেষ্টা চালিয়ে আসছে। সেই সাথে ঘটনার দিন শনিবার(২ আগষ্ট) রাত আনুমানিক আটটার দিকে আখলাদ হোসেন গং আব্দুল হালিমের অনুপস্থিতিতে তার বাড়িতে প্রবেশ করে ঘরের আসবাবপত্র, এলইডি টিভি ভাংচুর করে এবং বিছানার নীচে রাখা জমি ক্রয়ের ৩ লক্ষ ২০ হাজার টাকা সহ স্ত্রীর গলার স্বর্ণের চেইন লুট করে নিয়ে যায়। সেই সাথে পরিবারের লোকজনের জীবন নাশের হুমকি প্রদান করে। এ ব্যাপারে বিবাদী আখলাদ হোসেনের সাথে মোঠো ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি। এ বিষয়ে কাউনিয়া থানা অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শাহ বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।