জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়ন শাখার নব গঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার রাতে টেপামধুপুর বালিকা বিদ্যালয় ও মহাবিদ্যালয় হল রুমে এনসিপি টেপামধুপুর ইউনিয়ন শাখার প্রধান সমন্বয়কারী অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল লতিফ এর সভাপতিত্বে পরিচিতি সভায় উপস্থিত ছিলেন কাউনিয়া উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী সাইদুল ইসলাম। এসময় উপস্থিত জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র রংপুর জেলা কমিটির সদস্য মোস্তাকিম বিল্লাহ, কাউনিয়া শাখার সদস্য , নবগঠিত টেপামধুপুর ইউনিয়ন শাখার যুগ্ম সমন্বয়ক অব: সার্জেন্ট আব্দুল খালেক, অব: সার্জেন্ট শফিকুল ইসলাম, অব: সেনা সদস্য ইসহাক আলী, শফিউল আলম, সদস্য তারা মিয়া, সংগঠক মোসলেম উদ্দিন, রাজু আহমেদ প্রমূখ।
পরে টেপামধুপুর ইউনিয়ন শাখার নবগঠিত ৩১ সদস্য বিশিষ্ট কমিটিকে ফুলের মালা দিয়ে বরণ করেন জেলা ও উপজেলা কমিটি।