বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করেছে কাউনিয়া উপজেলা বিএনপি।
মঙ্গলবার (৩ই সেপ্টেম্বর) কাউনিয়া মোফাজ্জল হোসেন মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে বিকাল পাঁচটায় আনন্দ র্যালি বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রশিক্ষণ করে কাউনিয়া বাসস্ট্যান্ড মোরে এক পথ সভায় মিলিত হয়।
পথসভায় বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও কাউনিয়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এমদাদুল মদাদুল হক ভরসা। জেলা বিএনপি’র প্রতিনিধি ফজলুর রহমান বাদল, আনোয়ার শাহাদাত, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি, যুগ্ম সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক আলমগীর চৌধুরী লিটন, বালাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান আলী, মধুপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি নুরুল ইসলাম, কুর্শা ইউনিয়ন বিএনপির সভাপতি আলতাফ হোসেন, শহিদবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি রশিদ মন্ডল, সারাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান আলী, হারাগাছ ইউনিয়ন বিএনপির সভাপতি নূর আলম, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রহিম, রংপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সাইদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোসাব্বির হোসেন, জেলা ছাত্রদলের সদস্য আমিনুল ইসলাম,
উপজেলা ছাত্রদলের আহবায়ক তরিকুল ইসলাম, কৃষক দলের সভাপতি ফেরদৌস হোসেন জনি, মৎস্যজীবী দলের আহবায়ক আব্দুল গফুর প্রমুখ।