কাউনিয়ায় ষান্মাসিক পরীক্ষায় ফেল করায় গলায় ওড়না পেঁচিয়ে নবম শ্রেণি পড়ুয়া এক স্কুল ছাত্রী বৃহস্পতিবার সন্ধ্যায় আত্মহত্যা করেছে।
পারিবারিক ও থানা সূত্রে জানা গেছে, উপজেলার হারাগাছ ইউনিয়নের নাজিরদহ কুটিরঘাট গ্রামের মাসুম মিয়ার নবম শ্রেণি পড়ুয়া স্কুল ছাত্রী মাসফিয়া জান্নাত (১৫) ষান্মাসিক পরীক্ষায় ফেল করায় মনের দুঃখে বাড়ির লোকজনের অজান্তে বুহস্পতিবার সন্ধায় সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। সে ধর্ম্মেশ্বর মহেশা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
কাউনিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।