পুলিশ ও র্যাবের কড়া নিরাপত্তার মধ্যে খুলনা থেকে ফরিদপুরের উদ্দেশে রওনা হয়েছেন এনসিপির শীর্ষ নেতারা।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে খুলনা সার্কিট হাউস থেকে মাইক্রোবাসে করে বের হন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আকতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারাসহ অন্য কেন্দ্রীয় নেতারা।
তারা শিববাড়ি মোড়ে হোটেল সিটি ইনের সামনে এলে সেখান থেকে এনসিপির অন্য নেতা-কর্মীরা গাড়িবহরে যুক্ত হন। এ সময় তাদের সামনে ও পিছনে পুলিশ ও র্যাবের গাড়ি দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা হয়। তারা দুপুরে ফরিদপুরের পূর্বনির্ধারিত পদযাত্রা কর্মসূচিতে যোগ দেবেন।
এর আগে গোপালগঞ্জে সহিংসতার পর বুধবার (১৬ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে সেনাবাহিনী সহায়তায় এনসিপির শীর্ষ নেতারা খুলনায় আসেন। সার্বিক পরিস্থিতি তুলে ধরে রাত সাড়ে ৯টায় তারা খুলনা প্রেস ক্লাবে জরুরি সংবাদ সম্মেলন করেন। রাতে খুলনা সার্কিট হাউসসহ কয়েকটি হোটেলে অবস্থান করেন।