কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসল করতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নিখোঁজ তিন শিক্ষার্থীর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন দুইজন।
মঙ্গলবার (৮ জুলাই) সকালে সৈকতের হিমছড়ি পয়েন্টে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ।
নিহত কে এম হাসানুর রহমান সাদমান রহমান সাবাব (২১) ঢাকার মিরপুরের দক্ষিণ পল্লবীর আনিসুর রহমানের ছেলে।
নিখোঁজ দুজন হলেন- অরিত্র হাসান ও আসিফ আহমেদ। তাদের বাড়ি বগুড়ায়।
তিনজনই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
সি-সেইভ লাইফগার্ডের ইনচার্জ ওসমান গণি বলেন, ‘ভারী বর্ষণের ফলে জোয়ারে উত্তাল ছিল সমুদ্র। সকাল আটটার দিকে হিমছড়ি পয়েন্ট দিয়ে ৫ বন্ধুর মধ্যে তিন বন্ধু গোসলে নামেন। এ সময় ঢেউয়ে তারা ভেসে যান। পরে প্রায় দুই ঘণ্টা পর একজনের মরদেহ উদ্ধার করা হয়। বাকি দুজনকে উদ্ধারের চেষ্টা চলছে।
অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, ‘তিনজনের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি দুজন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।