অবকাশ যাপনের জন্য কক্সবাজার গেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ পাঁচ নেতা। তারা হলেন, দলটির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মূখ্য সমন্বয়ক সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা এবং যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।
মঙ্গলবার (৫ আগস্ট) এনসিপির পক্ষ থেকে জানানো হয় এটি নেতাদের ব্যক্তিগত সফর, দলীয় কোনো সফর না।
এ অবস্থায় নাসীরুদ্দীন পাটওয়ারী একাত্তরকে জানান, হাসনাত আবদুল্লাহ গত কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন। তিনি সুস্থ হওয়ার পর সোমবার রাতে তারা কক্সবাজার ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নেন। পরে হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারী, তাসনিম জারা ও খালেদ সাইফুল্লাহ এ সফরে অংশ নেন।
অন্যদিকে সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারী ও এনসিপি মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়, পিটার হাসের সঙ্গে তাদের কারো দেখা হয়নি। বিষয়টি গুজব।
নাসীরুদ্দীন পাটোয়ারী অভিযোগ করেন, একটি গণমাধ্যম থেকে গুজব ছড়ানো হয়েছে। এই বিষয়ে তাদের কিছু জানা নেই।
প্রসঙ্গত, এনসিপি নেতাদের এ সফরকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান ধরনের আলোচনা হচ্ছে। শোনা যাচ্ছে, ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসও বর্তমানে কক্সবাজারে অবস্থান করছেন।