শিরোনাম
আল্লাহর আইন মানার জন্য ছাত্রদল নেতার ‘পদত্যাগ’ ৫০ হাজার টাকা দাও বিষয়টা আমি দেখছি’, জামায়াত নেতার অডিও ফাঁস তারেক রহমানকে নিয়ে অপপ্রচার: নীলফামারীতে যুবদলের প্রতিবাদ ছাত্রদলে যোগ দিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহবায়ক লালমনিরহাট কালীগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সে নেই চোখের চিকিৎসক আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ৭ দফা দাবি আদায়ের লক্ষে হিলিতে মিছিল ও সমাবেশ করেছেন বাংলাদেশ জামায়াতে-ইসলামী এবার গোপালগঞ্জের সব থানা ও গ্রামে যাবেন নাহিদরা কড়া নিরাপত্তায় ফরিদপুরের পথে এনসিপি নেতারা বিএনপিতে কোনো বেঈমান নেই, এ দল ইমানদারদের’ বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট দিচ্ছে সরকার, যেভাবে নিবেন
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ০৩:০২ অপরাহ্ন

এ দেশ নিয়ে আসিফ মাহমুদের চেয়ে কেউ বেশি ভাবেন না : হান্নান মাসউদ

ডেস্ক রিপোর্ট / ২১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২ জুলাই, ২০২৫

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদকে ভিলেন বানানোর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করে এনসিপির নেতা আব্দুল হান্নান মাসউদ বলেছেন, ‘হলফ করে বলতে পারি এ দেশ নিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদের চেয়ে দ্বিতীয় কেউ বেশি ভাবেন না।’

বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

আব্দুল হান্নান মাসউদ তার পোস্টে বলেন, ‘এবার আসিফ মাহমুদকে ভিলেন বানানোর ষড়যন্ত্রে নেমেছে। সফল হবেন না, জাস্ট বলে রাখলাম সফল হবেন না।

তিনি বলেন, ‘সেই যখন আপানার পালিয়ে ছিলেন, তখন থেকেই বারবার মার খেয়েও তিনি অধিকার আদায়ের সংগ্রাম থেকে একমুহূর্তের জন্যও পিছপা হননি, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই থেকেও পিছপা হননি।’

তিনি আরো বলেন, ‘এখন শুধু আপনাদের এসব ভণ্ডামি দেখছি, আর ভাবছি। আর কত নিচে নামবেন? শুধু জুলাইয়ের নেতাদের হেয় করতে পারলেই, পুরো অভ্যুত্থান নিয়ে আওয়ামী/ দাদাদের বয়ান প্রতিষ্ঠা করা সহজ হয়। নাচাচ্ছে, আপনারা নাচছেন।

লীগও পোস্টাচ্ছে, দাদারাও পোস্টাচ্ছে, আবার দীর্ঘদিনের নির্যাতিতরাও পোস্টাচ্ছে।’

আব্দুল হান্নান মাসউদ বলেন, ‘মনে হচ্ছে আসিফ মাহমুদ সবচেয়ে বাজে মন্ত্রণালয় চালান, আর প্রচুর ক্ষমতা খাটান। অথচ হলফ খেয়ে বলতে পারি এ দেশ নিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদের চেয়ে দ্বিতীয় কেউ বেশি ভাবেন না। আজ সরকার থেকে নামলে কাল ঠিকই বুঝতে পারবেন কতটা গুজবে আপনারা নিজেদের শামিল করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ