গত ১০ এপ্রিল সারাদেশে ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা একযোগে শুরু হয়েছিল। মঙ্গলবার (১৩ মে) শেষ হয়েছে নয়টি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত লিখিত (তত্ত্বীয়) অংশের পরীক্ষা। ব্যবহারিক পরীক্ষা শুরু হবে আগামী বৃহস্পতিবার (১৫ মে) থেকে। চলবে ২২ মে পর্যন্ত।
অন্যদিকে মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত দাখিল পরীক্ষা আগামী বৃহস্পতিবার (১৫ মে) শেষ হবে। ব্যবহারিক পরীক্ষা চলবে ১৬ থেকে ২২ মে পর্যন্ত।
এছাড়া প্রতিটি শিক্ষা বোর্ডই নির্দেশ দিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যেই ব্যবহারিক পরীক্ষা শেষ করে নম্বরপত্রসহ সংশ্লিষ্ট কাগজপত্র বোর্ডে জমা দিতে। স্কুল এবং মাদরাসার ব্যবহারিক পরীক্ষার ফল সংক্রান্ত সব নথিপত্র বোর্ডে ২৫ মে’র মধ্যে পাঠাতে বলা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চলতি বছর সারাদেশে নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৯ লাখ ২৮ হাজার ১৮১ জন। এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন, মাদরাসা বোর্ডে ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন এবং কারিগরি বোর্ডে ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন।
পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ১০ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত সারাদেশে সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখা হয়। প্রশ্নফাঁস রোধে পরীক্ষা কেন্দ্রের আশপাশে ফটোকপি মেশিন বন্ধ রাখার নির্দেশনা দেয় সরকার।