কুমিল্লার তিতাসে বিএনপির বিজয় র্যালিতে আওয়ামী লীগের এক সক্রিয় কর্মীর অংশগ্রহণ নিয়ে উপজেলাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার কড়িকান্দি বাজারে ‘আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি’ উপলক্ষে আয়োজিত বিএনপির বিজয় র্যালিতে সামনের সারিতে সাইফুল মেম্বার নামক এক আওয়ামী লীগের সক্রিয় কর্মী অংশগ্রহণ করেন।
মিছিলে তার সাথে ছিলো ভিটিকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদ সরকার ও সাধারণ মাজহারুল ইসলাম খোকাসহ বিএনপির নেতৃবৃন্দ। বিষয়টি নিয়ে উপজেলাজুড়ে আলোচনা-সমালোচনার ঝড় বইছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও এ ঘটনা ঘিরে নানা বিতর্কের জন্ম নিয়েছে।
জানা গেছে, ভিটিকান্দি ইউনিয়নের মানিককান্দি গ্রামের বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য মো. সাইফুল ইসলাম বিগত দিনগুলোতে আওয়ামী লীগের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিলেন। তিনি ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে ইউনিয়ন, উপজেলা ও জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে প্রচারণা চালিয়েছেন এবং মাইকে ভোট চেয়ে বক্তব্য দিয়েছেন। আওয়ামী লীগের বিভিন্ন মিটিং মিছিল ও সভা-সমাবেশে সক্রিয় কর্মী হিসেবে অংশগ্রহণ করতে দেখা গেছে। শুধু সাইফুল ইসলাম একা নন তার তিন ছেলেও একনিষ্ঠ কর্মী হিসেবে কাজ করতেন।
এমন সমালোচিত ব্যক্তি বিএনপির বিজয় মিছিলে অংশগ্রহণ করায় তৃণমূলের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেছে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বিএনপির সিনিয়র নেতৃবৃন্দর কাছে অনুরোধ জানিয়েছেন তারা।
বিজয় মিছিলে আওয়ামী লীগের কর্মী এ বিষয়ে জানতে চাইলে ভিটিকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদ সরকার বলেন, আমরা তাকে মিছিলে নেই নাই, সে ইচ্ছা করে আসছে বা তাদের সাথে যারা ভালো সম্পর্ক তারা নিয়ে আসছে। সাইফুল মেম্বার আওয়ামী লীগের কর্মী কিনা জানতে চাইলে তিনি বলেন, হ্যাঁ, সে গত আওয়ামী লীগ সরকার আমলে আওয়ামী লীগের কর্মী হিসেবে বিভিন্ন মিটিং মিছিল অংশগ্রহণ করেছে এবং নৌকার পক্ষে কাজ করেছে।
এ বিষয়ে ফোন রিসিভ না করায় উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।