শিরোনাম
ফার্মেসিতে ওষুধের আড়ালে মাদকদ্রব্য বিক্রি, গ্রেফতার ৫ ব্রিকস সম্মেলনে ইসরায়েলকে গণহত্যাকারী আখ্যা দিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ধানমন্ডির ৩২ নম্বর ভাঙা একটি বীভৎস রকমের মববাজি: রুমিন ফারহানা প্রেমিকার বিয়ে ভাঙতে গিয়ে কারাগারে বিজিবি সদস্য এমন কোনো জায়গা নেই, যেখানে বিএনপি চাঁদা তোলে না: ফয়জুল করিম বীরগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১, আহত ১০ আবারো ইসরায়েলের সঙ্গে বড়সড় যুদ্ধে প্রস্তুতি নিচ্ছে ইরান বিএনপি নেতার নামে রাজনৈতিক মামলা, তারেক রহমানের দৃষ্টি চেয়ে স্ত্রীর সাংবাদিক সম্মেলন  আবারও ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলি বিমানবন্দর বন্ধ
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ১২:৫৩ অপরাহ্ন

এমন কোনো জায়গা নেই, যেখানে বিএনপি চাঁদা তোলে না: ফয়জুল করিম

ডেস্ক রিপোর্ট / ৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৭ জুলাই, ২০২৫

বিএনপি এমন কোনো জায়গা নেই, যেখানে চাঁদা তোলে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম।

রবিবার (৬ জুলাই) বিকেলে রাজশাহীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত ‘আসন্ন জাতীয় নির্বাচনে ইসলামপন্থীদের ঐক্য ভাবনা: উলামায়ে কেরাম ও তাওহীদি জনতার করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজশাহী মহানগর শাখা।

বক্তব্যে বিএনপির সমালোচনা করে ফয়জুল করিম বলেন, ‘প্রতিদিন খবরের কাগজে আমরা বিএনপির চাঁদাবাজির খবর দেখছি। এগুলো কেবল বরফের ওপরের অংশ, নিচে আরও অনেক কিছু চাপা পড়ে আছে। যতটুকু প্রকাশ পায়, তার চেয়ে হাজার গুণ বেশি চাঁদাবাজি করছে তারা।’

আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেন, ‘আওয়ামী লীগের সব সম্পদ কে দখল করেছে? খোঁজ নিলেই পাওয়া যাবে।’

বিগত বিএনপি সরকারের সময়ের নানা ইস্যু উল্লেখ করে ফয়জুল করিম বলেন, ‘২০০১ থেকে ২০০৫ পর্যন্ত শুধু খাম্বা কেস, ট্রান্সফার কেস, হাওয়া ভবনের নামই শুনেছি। আর এখন দেখছি ৯ মাসে ১৫০ খুন।’

বিএনপির নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘বিএনপি ভোট চাইছে, কিন্তু তাদের এমন কোনো বক্তব্য নেই যা মানুষকে ভোট দিতে উদ্বুদ্ধ করবে। যদি বলেন উন্নয়ন, তাহলে তার চেয়ে অনেক বেশি উন্নয়ন করেছে আওয়ামী লীগ। তবুও মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে জুলুম, চাঁদাবাজি আর মাস্তানির জন্য। বিএনপিও সেই পথেই হাঁটছে।’

তিনি আরও বলেন, ‘বিএনপি ইতিহাস থেকে কিছু শিখছে না। অতীতে তারা যত ভোট পেয়েছে, ভবিষ্যতেও পাবে-এই ধারণা ভুল। দেশের মানুষ অতীতের ঘটনার কথা ভুলে যায়নি।’

সভায় বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি শেখ মুহাম্মদ নুরুন নাবী। সভাপতিত্ব করেন রাজশাহী মহানগরের সভাপতি অধ্যক্ষ মাওলানা হোসাইন আহমদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ