জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সেশন-এ বক্তব্য রাখেন চীনের জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি ফু কং। তিনি শক্তিশালীভাবে বলেন, ইসরাইলের গাজা দখলের কোনো চেষ্টা চীন কখনো মেনে নেবে না।
ফু কং বলেন, “গাজা ফিলিস্তিনিদের সম্পূর্ণ অংশ। এটি ফিলিস্তিন ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ; এর জনসংখ্যা ও ভূখণ্ড পরিবর্তনের যে কোনো চেষ্টা কঠোর প্রতিবাদ ও প্রতিরোধের মুখোমুখি হবে।”
তিনি আরও বলেন, “সেনাবাহিনীর আধিপত্যের ভ্রান্ত ধারণা পরিত্যাগ করতে হবে… জীবন রক্ষায় এবং বন্দীদের মুক্তির জন্য দ্রুততম সময়ে যুদ্ধবিরতি জরুরি। গাজায় চলমান সামরিক আগ্রাসন আরো হত্যাকাণ্ড ও মৃত্যুর কারণ হবে।”
ফু কং আন্তর্জাতিক সম্প্রদায় ও জনগণের আহ্বান শোনার জন্য ইসরাইল সরকারের প্রতি আহ্বান জানান, “তারা যেন অবিলম্বে উত্তেজনা বৃদ্ধি বন্ধ করে এবং গাজায় সামরিক অভিযান থামায়।”
তিনি আরও উল্লেখ করেন, “মানবিক সহায়তা সামগ্রীর অস্ত্র হিসাবে ব্যবহার গ্রহণযোগ্য নয়। গাজার মানুষের সামষ্টিক শাস্তি, এবং নিরীহ বেসামরিক ও মানবিক কর্মীদের ওপর হামলা আমরা বর্জন করি।”
শেষে ফু কং বলেন, “দুই রাষ্ট্রের সমাধানের সম্ভাবনাকে পুনর্জীবিত করা অত্যন্ত জরুরি… এটি ফিলিস্তিন সমস্যার একমাত্র টেকসই ও শান্তিপূর্ণ সমাধান।”
ফু কং আন্তর্জাতিক সম্প্রদায় ও জনগণের আহ্বান শোনার জন্য ইসরাইল সরকারের প্রতি আহ্বান জানান, “তারা যেন অবিলম্বে উত্তেজনা বৃদ্ধি বন্ধ করে এবং গাজায় সামরিক অভিযান থামায়।”
তিনি আরও উল্লেখ করেন, “মানবিক সহায়তা সামগ্রীর অস্ত্র হিসাবে ব্যবহার গ্রহণযোগ্য নয়। গাজার মানুষের সামষ্টিক শাস্তি, এবং নিরীহ বেসামরিক ও মানবিক কর্মীদের ওপর হামলা আমরা বর্জন করি।”
শেষে ফু কং বলেন, “দুই রাষ্ট্রের সমাধানের সম্ভাবনাকে পুনর্জীবিত করা অত্যন্ত জরুরি… এটি ফিলিস্তিন সমস্যার একমাত্র টেকসই ও শান্তিপূর্ণ সমাধান।”