জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বলেছেন, এনসিপির নেতৃত্বে জনগণের সরকার গঠন হলে ৬৪ জেলায় চাকরির ব্যবস্থা করব।
শনিবার (২৬ জুলাই) দুপুরে মৌলভীবাজারের বেরির পাড় পয়েন্টে দেশ গড়তে জুলাই পদযাত্রা শেষে পথসভায় এসব কথা বলেন তিনি।
নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, চাকরির জন্য তরুণ প্রজন্ম মাঠে নেমেছিল। তাদের চাকরি হয়নি। আমার যারা যুব ছাত্র ভাই বাংলাদেশে তাদের কোনো ব্যবস্থা হয়নি। যারা মধ্যবিত্ত পরিবার রয়েছে, তারা যখন সবজি কিনতে যায় তখন আর বাজেটে হয় না। কোনো কিছু কেনাকাটা না করে বাসা-বাড়িতে ফিরে যায় তারা। এমন বাংলাদেশ আমরা চাই না।
তিনি আরও বলেন, যে জনগণের ট্যাক্সের টাকায় প্রশাসন চলতে হয়, সেই প্রশাসন যদি জনগণের কল্যাণ করতে না পারে এমন প্রশাসন বাংলাদেশে আমরা চাই না। দেশে ৫০ শতাংশের কাছাকাছি তরুণ প্রজন্ম রয়েছে। মা-বাবার টাকা খরচ করে বিশ্ববিদ্যালয়-কলেজে পড়াশোনা করে, যখন দেশে একটি চাকরির জন্য দ্বারে দ্বারে ঘোরাফেরা করতে হয়, এর চেয়ে কষ্টদায়ক আর কি হতে পারে।
এ ছাড়া আরও বক্তব্য দেন- এনসিপির যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশ, সংগঠক সাদিয়া ফারজানা দীনা।
পথসভায় উপস্থিত ছিলেন- এনসিপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, এহতেসামুল হক, মনিরা শারমিন, যুগ্ম আহ্বায়ক অর্পিতা শ্যামা দেব, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম