শিরোনাম
‘বাংলাদেশ সীমান্তবর্তী’ এলাকায় আগ্নেয়াস্ত্র রাখতে পারবেন ভারতীয়রা বগুড়ার শাজাহানপুরে আলামিন হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ লালমনিরহাটের যুবক বগুড়ায় ২০ বোতল ফেনসিডিলসহ আটক বঙ্গবন্ধুর বাড়ি যারা ভেঙেছে, তাদেরও বাড়িঘর রয়েছে : কাদের সিদ্দিকী আ.লীগ গত ১৫ বছর ধরে সংখ্যালঘুদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে: রুমিন ফারহানা এনসিপির ডিজে পার্টিতে ‘জয় বাংলা’ গান নিয়ে বিতর্কে যুবদলের হামলা, আহত ১ বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ সাঈদীর ফাঁসির রায় মিষ্টি বিতরণকারী সেই আওয়ামী লীগ নেতাকে গণধোলাই, পুলিশে সোপর্দ বাথরুমে ঝুলছিল আট বছর বয়সী শিশুর লাশ, হতবাক পরিবার ঢাবির হলে গাঁজার আসর থেকে আটক ৪ শিক্ষার্থী, মুচলেকা দিয়ে পেলেন ছাড়া
রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ০১:২৪ অপরাহ্ন

এনসিপির ডিজে পার্টিতে ‘জয় বাংলা’ গান নিয়ে বিতর্কে যুবদলের হামলা, আহত ১

ডেস্ক রিপোর্ট / ১২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

চাঁদপুরে আওয়ামী লীগের পরিত্যক্ত জেলা কার্যালয়ে এনসিপির আয়োজিত ডিজে পার্টিতে ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে বিতর্কের জেরে যুবদলের হামলায় একজন আহত হয়েছেন। শুক্রবার (১৫ আগস্ট) রাত ১১টার দিকে শহরের আ.লীগ জেলা কার্যালয়ে এ ঘটনা ঘটে ।

আহত আল আমিন সায়েম (২৪) একজন বৈষম্য বিরোধী শিক্ষার্থী এবং শহরের ইসলামপুর গাছতলা এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল (সদর) হাসপাতালের ওসিসি’তে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. আনিছুর রহমান জানান, আল আমিনের মাথায় সেলাই লেগেছে এবং তিনি পর্যবেক্ষণে আছেন।

আহতের ভাষ্য, সন্ধ্যা থেকে এনসিপি, বৈষম্যবিরোধী শিক্ষার্থী এবং জেলা ছাত্রদলের কয়েকজন মিলে ওই অফিসে ডিজে পার্টি চলছিল। রাত ১১টার দিকে যুবদলের ও ছাত্রদলের কয়েকজন এসে তাদের উদ্দেশে প্রশ্ন তোলে ‘জয় বাংলা’ স্লোগান কেন দেওয়া হচ্ছে? এরপর হামলা চালিয়ে সাউন্ড সিস্টেমসহ বঙ্গবন্ধুর টানানো ভাঙা ছবি পূণরায় ভাঙচুর করে। হামলাকারীদের মধ্যে যুবদলকর্মী পারভেজ ও সেলিম তার মাথায় আঘাত করে বলে দাবি আল আমিনের।

তিনি আরও জানান, হামলার সময় সেখানে উপস্থিত মোহনা টিভির(নাম জানা নেই) এক সাংবাদিক ক্যামেরা বন্ধ করে চলে যান। কিন্তু বিষয়টি নিয়ে কোনো ভিডিও করেননি। আল আমিনের দাবি, তারা কোনো ‘জয় বাংলা’ স্লোগান দেননি বরং আ.লীগের অতীত কর্মকাণ্ড স্মরণ করিয়ে দেওয়া ও প্রতিবাদের অংশ হিসেবেই অনুষ্ঠানটি ছিল।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া জানান, ঘটনার পর তিনি ঘটনাস্থলে পৌঁছে দুই পক্ষের মধ্যে সমঝোতা করেন। একজন আহত হয়েছেন বলে তিনি জেনেছেন, তবে এখনও কোনো অভিযোগ দায়ের হয়নি। বিষয়টি আইনি পর্যবেক্ষণে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ