বাংলামটরে অবস্থিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে ফের ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ নিয়ে এক মাসের ব্যবধানে তিনবার ঘটেছে এ ঘটনা।
বুধবার (০২ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে বাংলামটরের রূপায়ণ ট্রেড সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।
এর আগে, গত ২৪ জুন এনসিপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। সেসময় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বহুতল ওই ভবনের নিচতলায় দাঁড়িয়ে ছিলেন। এ ঘটনায় চারজন আহত হয়েছিলেন। তাত আগেরদিন রাতেও একই ঘটনা ঘটার কথা জানিয়েছিলেন এনসিপির নেতারা। তবে এখনো পর্যন্ত এসব ঘটনায় কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ।