শিরোনাম
ঢাকা-বুড়িমারী রেল চলাচল নিয়ে হাইকোর্টের রুল জারি বিএনপি নেতাকে মালা পরানো সেই পুলিশ কর্মকর্তাকে গোপালগঞ্জে বদলি স্বরাষ্ট্র উপদেষ্টা ‘দুর্বল’ উল্লেখ করে পদত্যাগ দাবি জামায়াতের এখন যারা রাজাকার গালি দিচ্ছে, ভবিষ্যতে জনতা তাদেরও প্রত্যাখ্যান করবে: ফয়জুল করীম দীর্ঘ ১৬ বছর পর আবারও প্রাথমিকে ফিরছে ‘বৃত্তি পরীক্ষা’, জানা গেল সম্ভাব্য তারিখ বিএনপিতে এক কোটি নতুন সদস্য নেওয়া হবে: রিজভী পীরগাছায় ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে নিহত ১, আহত ৩ বিএনপিকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ বিয়ে করবে বলে ছেলে কত আশায় বাড়ি বানাল কিন্তু বউ আর আনতে পারলাম না’ জাল টাকার নোটসহ জালনোট প্রতারণা চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে তারাগঞ্জ থানা পুলিশ।
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০১:৫১ পূর্বাহ্ন

এখন যারা রাজাকার গালি দিচ্ছে, ভবিষ্যতে জনতা তাদেরও প্রত্যাখ্যান করবে: ফয়জুল করীম

ডেস্ক রিপোর্ট / ২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, ‘আগামীর লড়াই হবে হক বাতিলের মধ্যে। একদিকে চাঁদাবাজের গোষ্ঠী আর একদিকে থাকবে চাঁদা ফেরানোর গোষ্ঠী। একদিকে থাকবে জালিমের গোষ্ঠী, ভারতের দালালপন্থী গোষ্ঠী, অন্য একদিকে থাকবে জালিম বন্ধ করার গোষ্ঠী ও দেশপ্রেমিক জনতা। ছাত্র-জনতাকে রাজাকার গালি দেওয়ায় শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। এখন যারা রাজাকার গালি দিচ্ছে, ভবিষ্যতে জনতা তাদেরও প্রত্যাখ্যান করবে। আমি জনতার উদ্দেশে হাতজোড় করে বলতে চাই, একবার ইসলামের পক্ষে ভোট দেন। দেখেন, যদি আপনাদের স্বপ্নপূরণে ব্যর্থ হয়, তাদের বিতাড়িত করবেন।’

আজ বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহের ত্রিশাল বাসস্ট্যান্ডে সিঅ্যান্ডবি মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখা আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ফয়জুল করীম এ কথাগুলো বলেন।

প্রধান অতিথির বক্তব্যে ফয়জুল করীম বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে বলেন, ‘আগে গণতন্ত্র কী শিখুন, জানুন। পরে সমালোচনা করুন। বিরোধী দলের কাজই হবে গঠনমূলক সমালোচনা, অন্যায় ধরিয়ে দেওয়া। আপনারা পার্শ্ববর্তী রাষ্ট্রের দিকে তাকিয়ে দেখুন, সেখানকার সরকারি দল, বিরোধী দল কী ধরনের সমালোচনা করে, ভুলগুলো ধরিয়ে দেয়। আমি বিএনপির মহাসচিবকে আহ্বান জানাতে চাই, ইসলামী দলের কারা চাঁদাবাজি করে, ধর্ষণ করে, খুন করে, মিথ্যা কথা বলে, মাদক সেবন করে—ধরিয়ে দিন। আপনারা মিথ্যা অপবাদ না দিয়ে নিজেদের সংশোধন করে অন্যদের সমালোচনা করুন।’

ফয়জুল করীম আরও বলেন, ‘আমি ব্যথিত হয়েছি, সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষার্থীরা তারেক রহমানকে নিয়ে এ ধরনের কুরুচিপূর্ণ স্লোগান দেন কীভাবে? এটা কোনো রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না। এটা কোনো প্রতিবাদের ভাষা হতে পারে না। দেখুন, তারেক রহমান চাঁদা নেন, এটা আমি বলিনি। আমি আবারও বলছি, এটা আমার বক্তব্য না। আমি বলেছি, ইদানীং স্লোগান হয়—চাঁদা তোলে পল্টনে, চাঁদা যায় লন্ডনে। আপনারা সতর্ক হোন। জনগণ আপনাদের চাঁদাবাজ-টেন্ডারবাজ বলছে।’

ইসলামী আন্দোলনের এই নেতা বলেন, ‘শেখ হাসিনার বাহিনী নিজেদের পাহাড়ের চেয়ে শক্তিশালী মনে করত। তারা কিন্তু নাই, পালিয়ে গেছে। আপনারা বলেন, আপনারা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা অথচ আপনারা সমালোচনা সহ্য করতে পারেন না। শাহ আজিজুর রহমানের মতো চিহ্নিত ও সবচেয়ে বড় রাজাকারকে জিয়াউর রহমান প্রধানমন্ত্রী বানিয়েছিলেন। অথচ বিএনপি স্লোগানে স্লোগানে রাজাকার বলে গালি দেয়। যে স্লোগান ছিল আওয়ামী লীগের, সেই স্লোগান এখন বিএনপি দেয়। যে স্লোগান দিয়ে আওয়ামী লীগ ধ্বংস হয়েছে, সেই স্লোগান দিয়ে বিএনপিও ধ্বংস হবে। শেখ হাসিনার এক রাজাকারের বাচ্চা বলায় মসনদ ধ্বংস হয়ে গেছে, সেই ধ্বংসের স্লোগান আপনারা দিয়েন না।’

ইসলামী আন্দোলন বাংলাদেশের ময়মনসিংহ জেলা সভাপতি মাওলানা মামুনুর রশীদের সভাপতিত্বে ত্রিশাল উপজেলা সভাপতি মাওলানা ইব্রাহিম খলিল উল্লাহর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুল করীম আকরাম, কেন্দ্রীয় স্বাস্থ্য সম্পাদক অধ্যাপক ডা. নাছির উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগরের নায়েবে আমির আসাদুজ্জামান সোহেল, বাংলাদেশ খেলাফত মজলিস ত্রিশাল উপজেলার আমির মাওলানা আবু তাহের প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ