দিনাজপুরের বোচাগঞ্জে নীলা রাণীকে বর্বর হামলার প্রতিবাদে এবং এর সাথে জড়িত অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুর ১২টায় দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে সর্বস্তরের সচেতন নাগরিকের ব্যানারে উক্ত মানববন্ধনটি আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা জানান, দিনাজপুরের বোচাগঞ্জে গত ২৩ জুলাই নীলা রাণী নামে এক নারীকে দেশীয় অস্ত্র দিয়ে মধ্যযুগীয় কায়দায় হামলা করা হয়েছে। যা অত্যন্ত দুঃখজনক। এই হামলার তীব্র নিন্দাসহ দোষিদের দৃষ্টান্তমূলক শাস্তির দবি জানানো হয়। নীলা রাণী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করলেও তিনি জামিনে বেরিয়ে এসেছেন। এখন ভুক্তভোগী পরিবারটিকে বিভিন্নভাবে হুমকি-ধামকি দেয়া হচ্ছে। অপরাধীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবী জানানো হয় মানববন্ধনে।
মানববন্ধনে বিধান দত্ত, বিপ্লব কুমার সিংহ, উত্তম কুমার, শ্রীকান্ত রায়সহ সর্বস্তরের সচেতন নাগরিকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৩ জুলাই বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বাবুল ও শরিফুল নীলা রানীকে দেশীয় অস্ত্র দিয়ে হামলার ভিডিও নিমিশেই ভাইরাল হয়। পরে ছেলে এনাফ চন্দ্র রায় বাদি হয়ে বোচাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।