শিরোনাম
দেবীগঞ্জে জাটকা ইলিশ বিক্রির দায়ে জরিমানা, জব্দকৃত মাছ শিশু সদনে বিতরণ সিআইডি সেজে চাঁদাবাজি, শ্রমিকদল নেতাসহ গ্রেপ্তার ৫ তুলা উন্নয়ন বোর্ডের সরকারি ভবনে জামায়াতের অফিস ১১১ কোটি টাকা ব্যয়ে নির্মাণ ও সংস্কার হবে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ বিএনপির কার্যালয় ভাঙচুর ও ককটেল হামলা, যুবলীগ নেতা গ্রেপ্তার আর কোনোদিন মুজিববাদ প্রতিষ্ঠা করতে দেয়া হবে না: নাহিদ প্রাথমিকে প্রধান শিক্ষকের শূন্যপদে দ্রুত নিয়োগের নির্দেশ আইনশৃঙ্খলার উন্নতি না হলে সরকারের বিরুদ্ধে কর্মসূচি দেবে ছাত্রদল সেই সতর্কবার্তা এখন গুরুত্ব পাচ্ছে, রাজনীতিতে কাদা ছোড়াছুড়ি চরমে প্রধান উপদেষ্টার সঙ্গে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০৪:২৩ অপরাহ্ন

একটি দল এক সময় পাকিস্তানপন্থিদের পুনর্বাসিত করেছে, এখন মুজিববাদীদের পুনর্বাসন করতে চায়: নাহিদ

ডেস্ক রিপোর্ট / ৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই অভ্যুত্থানের পর আমরা বলেছিলাম চাঁদাবাজ এবং দুর্নীতি যে সিস্টেম টিকিয়ে রাখে আমরা সেই সিস্টেম এর পতন চাই। কিন্তু আমরা দেখেছি সেই সিস্টেমকে টিকিয়ে রাখছে একটি দল। তারা চাঁদাবাজ এবং দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে।

ঢাকায় মিটফোর্ড এলাকায় বরগুনার সন্তান সোহাগকে নির্মমভাবে পাথর দিয়ে জনসম্মুখে হত্যা করা হয়েছে। এমন হত্যা ও চাঁদাবাজি বরগুনাবাসী দেখতে চায় না। তিনি বলেন, আপনারা প্রতিবাদ করুন, দেশবাসীকে জানান এই সরকারের প্রশাসনের ব্যর্থতা আর একটি রাজনৈতিক দলের চাঁদাবাজদের নির্মমতা।

সোমবার (১৪ জুলাই) বিকেলে এনসিপি’র জুলাই পদযাত্রার অংশ হিসেবে বরগুনার সদর রোডে এক পথসভায় এ কথা বলেন তিনি।

এ সময় নাহিদ বলেন, আমরা বরগুনার মৎস্য, কৃষি নানা সমস্যাসহ পরিবেশ বান্ধব উন্নয়ন করতে চাই। সংস্কার ছাড়া নতুন বাংলাদেশ গড়া সম্ভব হবে না। একটি দল এক সময় পাকিস্তানপন্থিদের পুনর্বাসিত করেছে, এখন মুজিববাদী পুনর্বাসন করতে চায়। কিন্তু তা করতে দেয়া হবে না। এ সময় চাঁদাচাজ আর দখলদার মুজিববাদের পাহারাদার বলে শ্লোগান তোলেন।

পথসভায় উত্তরাঞ্চলের মূখ্য সমন্বয়ক সারজিস আলম বলেন, আমরা শুনেছি শেখ হাসিনা সরকার দক্ষিণাঞ্চলের ব্যাপক উন্নয়ন করেছে। কিন্তু বরগুনায় এসে দেখলাম তার কিছুই নাই। পরবর্তীতে যারা রাজনীতি করবে তাদের বরগুনার উন্নয়নের বিষয়ে অঙ্গীকার করতে হবে।

তিনি আরও বলেন, আমরা শুনেছি জুলাই আন্দোলনের সময় পুলিশ আমাদের নেতাকর্মীর ওপর অত্যাচার করেছে। আমরা পুলিশের এসপি, ওসিকে সতর্ক করে দিতে চাই, এরপর কোন দলের হয়ে কাজ করলে আগামীর বাংলাদেশে জায়গা হবে না। ২০২৪ সালে প্রাণ নিয়ে বেঁচে আছেন, এরপর জীবন নিয়ে বাঁচতে পারবেন না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ