শিরোনাম
গাইবান্ধায় স্কুলছাত্রীকে ধর্ষণে অভিযুক্ত যুবক গ্রেফতার এই সরকার ৫ বছর থাকুক, এখন আর কারো মুখে শুনি না : রাশেদ খান মহানবী সা. আমাদের জন্য আল্লাহর বড় উপহার : তারেক রহমান শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন করা হবে -সহকারী পুলিশ সুপার স্নেহাশীষ চার্জার খোলার সময় বিদ্যুতায়িত হয়ে অটোরিকশাচালকের মৃত্যু জাপা ও ১৪ দল নিষিদ্ধের দাবিতে সর্বদলীয় সমাবেশ শুক্রবার এই সরকারের ব্যর্থতার ফলে আ. লীগের প্রত্যাবর্তন হতেও পারে: রুমিন ফারহানা মেয়ে সন্তানের বাবা হলেন মিরাজ মুই অ্যালা কী নিয়া বাঁচিম বাহে? মোর ছাওয়াক তুমরা ফিরি দ্যাও মামুনের খুলি ফ্রিজে, মাথার ব্যান্ডেজে লেখা ‘হাড় নেই, চাপ দিবেন না’
শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪২ পূর্বাহ্ন

এই সরকার ৫ বছর থাকুক, এখন আর কারো মুখে শুনি না : রাশেদ খান

ডেস্ক রিপোর্ট / ২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

এই সরকার ৫ বছর থাকুক, এখন কারো মুখে এ কথা শোনা যায় না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেন, ‘একটা সময় কিন্তু অনেকে বলছিল যে এই সরকারকে আমরা পাঁচ বছর ক্ষমতায় দেখতে চাই। আজকে আমি একজনের মুখ থেকেও এই কথা শুনলাম না। মানুষ কিন্তু বুঝতেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে আসলে ওভাবে সব কিছু কন্ট্রোল করা সম্ভব নয়।

কারণ এই সরকারের কোনো পলিটিক্যাল পার্টি নেই। এই সরকারকে আমরা সবাই মিলে সহযোগিতা করছি।’

সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশনে আলোচনার সময় এ কথা বলেন রাশেদ খান।

অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা কতটুকু সহযোগিতা করছি? আমাদের যতটুকু প্রয়োজন।

দেখেন যারা আমরা দলগুলো রয়েছি আমাদের ভেতরে কেউ কেউ চেয়েছিল যে সরকার দীর্ঘমেয়াদি থাকুক। কারা এই চিন্তা করেছে? যারা সরকারের আসলে সুবিধাভোগী বা সরকারের কাছ থেকে বিভিন্ন সুবিধা পেয়েছে।’

সম্প্রতি অন্তর্বর্তী সরকারে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে গণ অধিকার পরিষদসহ সাতটি রাজনৈতিক দল। তার আগে বিএনপি, জামায়াত ও এনসিপির প্রতিনিধিদলও প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন।

বৈঠকে আগামী নির্বাচন ও বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। ওই বৈঠকে গণ অধিকার পরিষদের প্রতিনিধিদলে রাশেদ খান ছিলেন।

ওই বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা স্পষ্টভাবে বলেছেন যে নির্বাচন ফেব্রুয়ারি মাসেই হবে। আমরা যে ধরনের ঘোষণা দিয়েছি তার বাইরে যাব না। আজকে আমি দেখলাম যারা আসলে সাধারণ মানুষ তারা অনেকে আসলে বিভ্রান্ত।

এর কারণটা মূলত আমরা রাজনৈতিক দলগুলো। কারণ আমরা কেউ কেউ বলছি যে নির্বাচন হতে দেব না। কেউ আবার নতুন নতুন বিভিন্ন পদ্ধতির কথা বলছি। সব মিলিয়ে মানুষ কিন্তু খুব কনফিউশনের মধ্যে আছে। আমি সাধারণ মানুষকে দায় দেব না। দায় দলগুলোকে নিতে হবে।’

উপস্থাপকের এক প্রশ্নের জবাবে রাশেদ খান বলেন, ‘আগামীতে কে বিরোধী দল হবে সেই সিদ্ধান্ত জনগণ নেবে। বিএনপি বলেন, আমি বলেন, আপনি বলেন, সেই সিদ্ধান্ত নেওয়ার কেউ না। গোয়েন্দা সংস্থা যদি এবার মনে করে যে আমরা ১৪-তে যা করেছি ১৮-তে করেছি, ২৪-এ করেছি। ঠিক একইভাবে আমরা এইবারও জাতীয় পার্টিকে ভারতের চাওয়া-পাওয়া অনুযায়ী বিরোধী দল বানাব। সেটা সম্ভবপর নয়।’

জাতীয় পার্টির বিচার বা নিষিদ্ধের প্রসঙ্গে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন, ‘আওয়ামী লীগ, জার্তীয় পার্টি এবং ১৪ দল যারা বাংলাদেশে ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম করেছে এই দলগুলোর বিচার হতে হবে। জাতীয় পার্টির পক্ষে যদি কেউ প্রকাশ্যে অবস্থান নেয় বাংলাদেশে তার রাজনীতি থাকবে বলে আমার কাছে মনে হয় না।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ