জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, দেশ আজ লুটপাট, চাঁদাবাজি ও সন্ত্রাস, রাহাজানির স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। এই সরকার জনগণের জান-মালের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তিনি বৃহস্পতিবার বিকাল ৫টায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় কারাইল-এ পল্লীবন্ধু পরিষদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, জাতীয় পার্টি নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। বিভিন্ন সময় সরকারি মদদে জাতীয় পার্টিকে খণ্ডিত করা হয়েছে। কিন্তু, হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শে জাতীয় পার্টি কখনো দুর্বল হয়নি। আজও জিএম কাদেরের নেতৃত্বে তৃণমূলের প্রতিটি ইউনিট এবং নেতাকর্মী, সমর্থকরা ঐক্যবদ্ধ আছে।
এই সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়ামের অন্যতম সদস্য শেরীফা কাদের, আলমগীর সিকদার লোটন, শামসুন নাহার বেগম, চেয়ারম্যানের উপদেষ্টা মোঃ খলিলুর রহমান খলিল, ভাইস চেয়ারম্যান হুমায়ুন খান, সাংগঠনিক সম্পাদক নির্মল দাস।