রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্র সংসদ (ব্রাকসু) নির্বাচনের দাবিতে চলমান আমরণ অনশন ভেঙেছেন দুই শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. শওকাত আলী ১০ কার্যদিবসের মধ্যে প্রক্রিয়া এগিয়ে নেওয়ার আশ্বাস দেওয়ায় ৩৭ ঘণ্টা পর সোমবার (১৮ আগস্ট) রাত ১২টার দিকে অনশন ভাঙেন তাঁরা।
অনশন প্রত্যাহার করা শিক্ষার্থীরা হলেন, বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো. শিবলী সাদিক ও সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মুশফিকুর রহমান।
মুশফিকুর রহমান বলেন, ‘আমাদের উপাচার্য মহোদয় থেকে একটি লিখিত স্টেটমেন্ট এসেছে, যা আমাদের জন্য সত্যিই আশাব্যঞ্জক। আমরা আশা করি ১০ কার্যদিবসের মধ্যেই বাস্তবায়ন করে আমাদের আনন্দিত করবে। তাই এই মুহূর্তে আমি কোনো অযথা জেদ ধারণ করে আমার কোনো ভাইকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি না।’
শিবলী সাদিক বলেন, ‘আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের দাবিতে আমরণ অনশনের সিদ্ধান্ত নিয়েছিলাম এবং এখনো অটল। আমরা চেয়েছি বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে একটি শক্তিশালী স্টেটমেন্টে, যেটি তারা দিয়েছে এবং তিনি (উপাচার্য) লিখিত দিয়েছেন ১০ দিনের মধ্যে ছাত্র সংসদ আইন বিশ্ববিদ্যালয়ের আইনে অন্তর্ভুক্ত করবেন। আর যদি ব্যর্থ হন, সেই দায় তাঁর ওপর বর্তাবে এবং আমরা যেকোনো ধরনের চাপ প্রয়োগ করতে পারব। তাই আমরা অনশন প্রত্যাহার করলাম।’