ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির ফয়জুল করীম বলেছেন, আমরা মুসলমান এটা আমাদের গর্বিত আত্মপরিচয়। ইসলামপন্থীরা রাষ্ট্রক্ষমতায় গেলে দুর্নীতি ও অবিচার দূর হবে, সকলের জন্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।
রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে অনুষ্ঠিত নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ফয়জুল করীম বলেন, আজ আত্মপরিচয়ের সংকট চলছে। মুসলমানদেরকে হীনম্মন্য করে দেয়া হচ্ছে। অথচ ক্যাম্পাসে যদি মার্ক্সবাদ-মাওবাদের স্লোগান উঠতে পারে, তবে আল্লাহ ও তার রাসুলের নামে স্লোগান তুলতে দ্বিধা কোথায়? শালীন পোশাকের চর্চা করতে দ্বিধা কেন আসবে?
দেশের প্রধান সমস্যা হিসেবে দুর্নীতিকে চিহ্নিত করে তিনি বলেন, দুর্নীতি করে শিক্ষিতজনেরা। আমাদের দেশে শিক্ষা আছে কিন্তু সেই শিক্ষা আদর্শ মানুষ তৈরি করছে না। আবরার ফাহাদ হত্যাকারীরাও মেধাবী ছিল, কিন্তু অসৎ সঙ্গ তাদের খুনিতে পরিণত করেছে।
স্বাধীনতার প্রসঙ্গ টেনে ফয়জুল করীম বলেন, ৪৭ না হলে ৭১ আসতো না। একাত্তরে মানুষ ইসলামকে ধারণ করেই স্বাধীনতা এনেছে, চব্বিশেও আমরা সামনে থেকে লড়াই করেছি। তাই তোমার মুসলিম পরিচয়কে গৌরবের সাথে ধারণ করতে হবে।