শিরোনাম
আ.লীগ নেতাকর্মীদের প্রশিক্ষণ; মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া ৫ দিনের রিমান্ডে আজ থেকে অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু: প্রধান উপদেষ্টা পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় কাভার্ড ভ্যানের চালক ও হেলপার নিহত। বেরোবির সাবেক ভিসি নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ পঞ্চগড়ে ছাত্রদল কর্মীর ছুরিকাঘাতে আরেক ছাত্রদল কর্মীর মৃত্যু ‘জয় বাংলা’ স্লোগানে বক্তব্য শেষ করলেন ‘রিকশাচালক দলে’র নেতা বিএনপির বিজয় র‍্যালিতে আ.লীগের সক্রিয় কর্মী, সমালোচনার ঝড় ক্ষমতায় গেলে ১৮ মাসে এক কোটি মানুষের চাকরি হবে: আমীর খসরু জয় বাংলা’ স্লোগান দিয়ে শিক্ষার্থীদের ওপর নিষিদ্ধ ছাত্রলীগের হামলা, আহত ১৮ নভেম্বরে দেশে ফিরতে পারেন তারেক রহমান
বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ০৩:৩৯ অপরাহ্ন

ইকোসিস্টেম গড়ে তুলতে ১৮০ কোটি টাকার চীনা বিনিয়োগ পেলো দেশি স্টার্টআপ ফাস্ট পাওয়ার টেক

রিপোটারের নাম / ১৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২ মে, ২০২৫

বৈদ্যুতিক গাড়ির জন্য পরিবেশবান্ধব ও নবায়নযোগ্য জ্বালানি শক্তির ইকোসিস্টেম গড়ে তুলতে যৌথ অংশীদারত্বে দেড় কোটি ডলার বিনিয়োগ পেয়েছে বাংলাদেশি স্টার্টআপ ফাস্টপাওয়ার টেক।

 

ইভি অ্যাসেম্বলি লাইন, চার্জিং স্টেশন ও সংশ্লিষ্ট প্ল্যান্ট স্থাপনে চীনের জ্বালানি প্রযুক্তি কোম্পানি এনইউসিএল থেকে এ বিনেয়াগ পাচ্ছে লজিস্টিক প্রতিষ্ঠান স্টেডফাস্ট কুরিয়ারের সহযোগী প্রতিষ্ঠানটি। এ বিনিয়োগ দিয়ে দেশে একটি টেকসই ও পরিবেশবান্ধব জ্বালানি অবকাঠামো গড়ে তুলতে আগামী ছয় মাসের মধ্যে পরীক্ষামূলক কার্যক্রম শুরু করতে চায় স্টেডফাস্ট।

সে লক্ষ্যে ১ মে চীনের গুয়াংজুর বাইয়ুন জেলার হুয়াংবিয়ানে চীনা প্রযুক্তি কোম্পানি এনইউসিএল নিউ এনার্জি টেকনোলজি (জিডি) লিমিটেড এবং বাংলাদেশের ফাস্ট পাওয়ার টেকের মধ্যে যৌথ অংশীদারত্ব চুক্তি হয়েছে।

ফাস্টপাওয়ার টেকের চেয়ারম্যান কে এম রিদওয়ানুল বারী জিয়ন এবং এনইউসিএলের সিইও ফরেস্ট লিয়াং চুক্তিতে সই করেন। এসময় স্টেডফাস্ট কুরিয়ার লিমিটেডের পরিচালক অর্ণব মুস্তাফা এবং প্রবাসী প্রতিনিধি শাদমান সাকিব ও এনইউসিএলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তির অধীনে বাংলাদেশে একটি একটি পরিবেশবান্ধব নাবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থাপনা নেটওয়ার্ক গড়ে তুলে এক্সটেন্ডেড রেঞ্জ ইলেকট্রিক ভেহিকেল (ইআরইভি) এবং প্লাগ-ইন হাইব্রিড ইলেকট্রিক ভেহিকেল (পিএইচইভি) প্রযুক্তিতে এনইউসিএলের কার-ক্লাউড নেটওয়ার্কের অধীনে দেশব্যাপী চার্জিং স্টেশন স্থাপন করবে।

জীবাশ্ম জ্বালানি নির্ভরতা এবং কার্বন নির্গমন কমাতে এ যৌথ অংশীদারত্বকে মাইলফলক হিসেবে দেখছেন বাজার বিশ্লেষকরা। তাদের মতে, স্থানীয় শিল্প প্রবৃদ্ধির সঙ্গে অত্যাধুনিক চীনা প্রযুক্তি একীভূত করে এবং স্টেডফাস্ট কুরিয়ারের প্রতিষ্ঠিত অবকাঠামো ব্যবহার করে এ যৌথ উদ্যোগটি কর্মসংস্থান সৃষ্টি ও প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি ও পরিবেশবান্ধব জ্বালানিতে গতিশীলতা আনবে।

স্টেডফাস্ট চেয়ারম্যান কে এম রিদওয়ানুল বারী জিয়ন বলেন, আমরা এখন লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি, লিড অ্যাসিড ব্যাটারির মতো স্টোরেজ ব্যাটারি এবং সৌরশক্তির মতো কিছু নবায়নযোগ্য শক্তি নিয়ে কাজ করছি। আর নতুন বিনিয়োগে ও যৌথ অংশীদারত্বে এবার বাংলাদেশে একটি কারখানা স্থাপন করবো। এ জন্য দেশের ইকোনমিক জোনগুলোর মধ্য থেকে স্থান নির্বাচন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ