ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় মাইলস্টোন স্কুল ও কলেজ পরিদর্শন যান আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা সি আর আবরার।
মঙ্গলবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে অন্তর্বর্তী সরকারের দুজন উপদেষ্টা কলেজ পরিদর্শনে যান। দুপুর সোয়া দুইটার দিকে তারা সেখান থেকে বের হয়ে আসার সময় ঘিরে ধরে শিক্ষার্থীরা। এসময় পুলিশের একটি ডাবল কেবিন পিকাপ ভাঙচুরও করা হয়।
উপদেষ্টারা পরে কলেজের ৫ নম্বর ভবনের নিচতলায় কনফারেন্স কক্ষে যান। তাদের সঙ্গে কলেজের শিক্ষকেরাও ছিলেন। সেখানে পাঁচ থেকে সাতজন শিক্ষার্থী প্রতিনিধির সঙ্গে তাদের আলোচনা চলছে। এ সময় বাইরে শত শত শিক্ষার্থীদের বিক্ষোভ করতে দেখা যায়।
পরে শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে আলোচনা শেষে দুপুর সাড়ে ১২টায় সংবাদ সম্মেলনে এসে শিক্ষার্থীদের সব দাবি যৌক্তিক এবং এর সঙ্গে সরকারও একমত বলে জানান আসিফ নজরুল।
শিক্ষার্থীদের সব দাবি ‘মেনে নেওয়ার’ আশ্বাস দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এ সময় আইন উপদেষ্টার সঙ্গে ছিলেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
কিন্তু শিক্ষার্থীরা তাদের দাবি মানা হয়নি অভিযোগ তুলে লাশের প্রকৃত তথ্য জানতে চেয়ে বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছে। ক্যাম্পাসটির বিভিন্ন অংশে জড়ো হয়ে বিক্ষোভ করছে তারা। এসময় শিক্ষার্থীদের ‘বিচার চাই, আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই’, ‘আসিফ নজরুলের গদিতে আগুন জ্বালো একসাথে’ স্লোগান দিতে দেখা যায়।
আইন উপদেষ্টা কথা শেষ হওয়ার পরপরই তাদের ওপর চড়াও হয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। তবে তারা সেখানে দাঁড়িয়েই ‘লাশ নিয়ে রাজনীতি, চলবে না চলবে না’, ‘আমার ভাই মরলো কেন, জবাব চাই জবাব চাই’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেয়।
শিক্ষার্থীদের দাবি নিয়ে সরকারের অবস্থান জানিয়ে দেওয়ার পর দুই উপদেষ্টা এবং প্রেস সচিব ভবনে সম্মেলন কক্ষে আবার চলে যান। এরপর শিক্ষাপ্রতিষ্ঠানটিতে বিপুল সংখ্যক পুলিশ ঢুকতে দেখা যায়।