শিরোনাম
বিএনপি নেতার নামে রাজনৈতিক মামলা, তারেক রহমানের দৃষ্টি চেয়ে স্ত্রীর সাংবাদিক সম্মেলন  আবারও ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলি বিমানবন্দর বন্ধ আমাদের আশা-আকাঙ্ক্ষা পূরণ হয়নি: সারজিস আলম কু‌ড়িগ্রা‌মে রাজনৈতিক অস্থিরতা, পুলিশি টহল জোরদার বাঁধ দিয়ে পাকিস্তানের পানি আটকে উল্টো বিপদে ভারত, চীনের হুঁশিয়ারি বিসিএসে সুপারিশপ্রাপ্ত হলেও যোগ না দিয়ে উদ্যোক্তা হওয়ার পথ বেছে নিয়েছেন ঢাবির ছাত্র হাবিব সাদুল্লাপুরে ধর্ষণ মামলা করে নিরাপত্তাহীন বাদীর পরিবার আ’লীগ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে স্কুলের গাছ চুরির সময় ছাত্রদল নেতা আটক পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুরে ২৫০ ভারতীয় সেনা নিহত, গোপনে জানাচ্ছে সম্মান হাসিনা রেহানা জয়সহ ১০০ জনকে নিয়ে গেজেট প্রকাশ
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৩:১১ পূর্বাহ্ন

আ’লীগ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে স্কুলের গাছ চুরির সময় ছাত্রদল নেতা আটক

স্থানীয় রিপোর্ট / ৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৬ জুলাই, ২০২৫

নীলফামারীর ডোমারে স্কুলের গাছ চুরির অভিযোগে ছাত্রদল নেতাকে আটক করেছে এলাকাবাসী। অভিযোগ রয়েছে, তিনি স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এই চুরির চেষ্টা করেন।

রোববার (৬ জুলাই) দুপুর ১২টার দিকে ডোমার উপজেলার পাঙ্গা মহেশ চন্দ্র লালা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তি আশরাফুল আলম আশরাফ ওই বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি এবং ডোমার উপজেলা ছাত্রদলের সদস্য সচিব।

পাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের সাবেক নেতা শাফিন ইসলাম অভিযোগ করেন, ছাত্রদল নেতা আশরাফুলের নেতৃত্বে গাছ কাটার সময় যুবলীগের পাঙ্গা মটকপুর ইউনিয়ন শাখার প্রচার সম্পাদক আব্দুল আজিজ, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনজারুল ইসলাম এবং ছাত্রলীগ কর্মী শাফায়েত ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

স্থানীয় আসাদুজ্জামান বলেন, “আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে স্কুল বন্ধের দিনে গাছ চুরি করতে আসে আশরাফুল। প্রধান শিক্ষক কিছুই জানতেন না। তাকে আটক করলে সে বলে, ‘আমি এই স্কুলের প্রেসিডেন্ট। আমি কাউকে জবাবদিহি করতে বাধ্য না। এর আগেও সে চুরি করে গাছ কেটেছে।’

এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে প্রধান শিক্ষক লিটন ইসলাম মন্তব্য করতে রাজি হননি।

অভিযুক্ত আশরাফুল আলম বলেন, “আমরা স্কুলে নতুন গাছ লাগানোর পরিকল্পনা করেছি। সে অনুযায়ী কিছু পুরোনো ও নষ্ট গাছ কাটার সিদ্ধান্ত নেই। সামনে অভিভাবক সমাবেশ, তাই বন্ধের দিনে কাজটি করতে এসেছি। এখানে আওয়ামী লীগ বা ছাত্রলীগের কেউ ছিল না, যারা ছিলেন তারা শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দা।”

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, “বিষয়টি আমাদের জানা আছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী জানান, “গাছ কাটার বিষয়ে শুনেছি। প্রধান শিক্ষককে গাছ কাটার বিষয়ে অভিযোগ দিতে বলেছি। অভিযোগ পেলে তদন্ত টিম গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ