রাজবাড়ীতে মাজার ভাঙার ঘটনায় হুঁশিয়ারি দিলেন বেফাঁস মন্তব্যের জেরে বিএনপি থেকে পদ স্থগিত হওয়া ফজলুর রহমান। বললেন, ‘তৌহিদী জনতা হোক আর যেই হোক, আর যদি মাজার ভাঙে তাহলে খবর আছে। দেশের ঈমানদার মানুষেরা রাস্তায় নামবে বলে দিলাম।’
শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কিশোরগঞ্জের অষ্টগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুসের (মিছিল) পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই হুঁশিয়ারি দেন।
রাজবাড়ীতে কবর থেকে লাশ তুলে পোড়ানোর ঘটনার নিন্দা জানিয়ে ফজলুর রহমান বলেন, ‘এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না। ইউনূস সাহেবের আমলে এসব অপকর্ম ঘটছে।’
সরকারকে সাবধান করে বিতর্কিত এই বিএনপি নেতা বলেন, ‘মানুষকে উসকানি দিয়ে ইমানদার মানুষদের ব্যবহার করে দেশে আর ধর্মীয় গৃহযুদ্ধ লাগাবেন না।’