শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০৫:৪৭ অপরাহ্ন

আমি মা হতে চাই, জায়েদ খানকে বললেন তিশা

বিনোদন ডেস্ক / ৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৫ জুলাই, ২০২৫

গতকাল ৪ জুলাই নিউইয়ার্ক থেকে প্রচারিত হলো বাংলা ভাষাভাষীদের গণমাধ্যম ‘ঠিকানা’য় ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ নামের বিশেষ শো। এ অনুষ্ঠানের মাধ্যমে প্রথমবার সঞ্চালকের ভূমিকায় জায়েদ খান। যেখানে শুরুতেই অতিথি হিসেবে পেয়েছেন তানজিন তিশাকে। আত তিশা এসেই জায়েদ খানকে জানিয়েছেন, তিনি মা হতে চান।

কথোপকথনের একপর্যায়ে তিশাকে জায়েদ প্রশ্ন করেন, ‘পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চাও?’ জবাবে তিশা বলেন, ‘আই উইল বি আ মাদার। এরমধ্যে আমি বিয়ে করব। মা হব।’

এরপর অভিনেত্রী বলেন, ‘দেখুন এভাবে হয়তো কেউ বলবে না, যেভাবে আমি বলেছি। কারণ, মানুষের প্রফেশনাল লাইফের সঙ্গে পারসোনাল লাইফটাও গুরুত্বপূর্ণ। সেটিকে এড়িয়ে চলার সুযোগ নেই। লুকানোরও কিছু নেই।’

বলে রাখা ভালো, এখন থেকে রোজ শুক্রবার প্রচারিত হবে ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’। তারকাদের একান্ত সাক্ষাৎকার, প্রবাস জীবনের সংগ্রাম ও সাফল্যের গল্প, সামাজিক বাস্তবতা ও নতুন প্রজন্মের ভাবনার প্রতিফলন থাকবে অনুষ্ঠানটিতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ