শিরোনাম
মাইলস্টোনে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, ৩ শিক্ষার্থী আহত শিক্ষিকা মেহেরীন নিজের জীবন বাজি রেখে শিক্ষার্থীদের বাঁচিয়েছেন ডিমলায় মধ্যযুগীয় কায়দায় যুবককে গাছে উল্টো ঝুলিয়ে নির্যাতন, ভাইরাল ভিডিও বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ৩১, আহত ১৬৫ যদি সত্যিই ২০০-৩০০ শিক্ষার্থী মারা যান, তবে তাদের অভিভাবকরা কি চুপ করে থাকবে? মাইলস্টোনের দুর্ঘটনার ছবি-ভিডিও দেখে প্যানিক অ্যাটাকে হাসপাতালে ভর্তি পরীমনি সড়কে উল্টে গেল মাইলস্টোন কলেজ শিক্ষার্থীর মরদেহবাহী ফ্রিজিং ভ্যান মাইলস্টোন শিক্ষার্থীদের ৬ দফা দাবি মেনে নেয়া হয়েছে: আইন উপদেষ্টা মেয়েকে বাঁচাতে ক্লাসে ছুটে গিয়ে দগ্ধ হন রজনী, হাসপাতালে ঘটে মৃত্যু
মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ০৩:১৯ অপরাহ্ন

আমার একটা বেস্ট ফ্রেন্ড আমার চোখের সামনেই মারা গেছে’

ডেস্ক রিপোর্ট / ২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
‘আমার একটা বেস্ট ফ্রেন্ড আমার চোখের সামনেই মারা গেছে’

ঢাকার উত্তরায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ফারহান হাসান, নিজের ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় চোখের কীভাবে বেস্ট ফ্রেন্ডকে হারিয়েছেন সেই ঘটনার বর্ণনা দিয়েছেন সংবাদমাধ্যমে কাছে।

গতকাল ফারহান হাসানের একটি পরীক্ষা ছিলো। বেলা একটায় পরীক্ষা শেষ হওয়ার পর শ্রেণিকক্ষ থেকে বেরিয়ে বন্ধুদের সঙ্গে কথা বলছিলেন তিনি। এমন সময় হঠাৎ করেই বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানটি তাদের সামনে আছড়ে পড়ে।

ফারহান বলেন, ‘আমার একটা বেস্ট ফ্রেন্ড, যে পরীক্ষার হলে একসঙ্গে ছিল, আমার চোখের সামনেই মারা গেছে।’বিধ্বস্ত হওয়ার সময় বিমানটি স্কুলের একটি ভবনে আঘাত করে। ঘটনাটি ঘটে স্কুল ছুটির ঠিক আগ মুহূর্তে।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক রেজাউল ইসলাম বলেন, ‘স্কুল ছুটি হবে হবে- এমন সময় বিমানটা সরাসরি জুনিয়র সেকশনের বিল্ডিংয়ে আঘাত করে, যেখানে নার্সারি, ওয়ান, টু, থ্রি- এসব শ্রেণির ক্লাস হয়। বিল্ডিংয়ের গেটে একেবারে গর্ত হয়ে আগুন ধরে যায়।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ঘটনার কিছু ভিডিওতেও স্কুলের বাগান সংলগ্ন একটি ভবনের নীচতলায় বিধ্বস্ত বিমানের ইঞ্জিনে আগুন জ্বলার দৃশ্য দেখা যায়। পরে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করে। সেইসঙ্গে চলতে থাকে উদ্ধার তৎপরতা।

এ ঘটনায় বিমানটির পাইলট ও স্কুলের শিক্ষার্থীসহ কমপক্ষে ২৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। হতাহতদের মধ্যে শিক্ষার্থীদের অভিভাবকরাও রয়েছেন বলে জানা যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ