জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আমাদের লড়াই কেবল বাংলাদেশে নয়, দক্ষিণ এশিয়াব্যাপী। আমরা দেখেছি, সীমান্তে হত্যা হচ্ছে। ভারতীয় মুসলিমদের বাংলাদেশি বলে পুশ ইন করা হচ্ছে। এর বিরুদ্ধে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে।’
আজ বৃহস্পতিবার বিকেলে হবিগঞ্জে জুলাই পদযাত্রা শেষে শহরের এম সাইফুর রহমান মিলনায়তনের সামনে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম এসব বলেন।
নাহিদ ইসলাম আরও বলেন, ‘আমাদের লড়াই শেষ হয়নি। আমাদের লড়াই মুজিববাদ ও ফ্যাসিবাদ বন্দোবস্তের বিরুদ্ধে জুলাই-আগস্টে শুরু করেছিলাম। আমরা নতুন বাংলাদেশ চেয়েছিলাম। সেই লড়াই এখনো শেষ হয়নি। কারণ, আমরা আমাদের কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ পাইনি। জনগণের পাশে আমাদের আবারও দাঁড়াতে হবে। এলাকায় এলাকায় যে দুর্বৃত্তায়নের রাজনীতি আবার নতুন করে শুরু হচ্ছে, মুজিববাদ পুনর্বাসিত হচ্ছে, চাঁদাবাজ-দখলদারির রাজনীতি ফিরে আসছে, আমাদের সেই রাজনীতি ঠেকিয়ে দিতে হবে।’
এনসিপির আহ্বায়ক বলেন, ‘আমরা দেখেছি, কয়েক দিন আগে যৌথ বাহিনী যুবদলের একজন কর্মীকে হত্যা করেছে। আমরা সেই হত্যার নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা যেমন চাঁদাবাজির বিরোধিতা করি, তেমনি বিচারবহির্ভূত হত্যাকাণ্ডেরও বিরোধিতা করি।’
নাহিদ বলেন, ‘আমরা হবিগঞ্জের স্বাস্থ্যসেবার সমস্যার কথা জানি। কিছু হলেই ঢাকা বা সিলেট যেতে হয়। হবিগঞ্জের দূরদূরান্তর মানুষেরা স্বাস্থ্যসেবা পান না। হবিগঞ্জের তরুণেরা কর্মসংস্থান পান না। আমরা নতুন বাংলাদেশে স্বাস্থ্যসেবার সব সিন্ডিকেট ভেঙে দিতে চাই। যেখানে স্বাস্থ্যসেবা তৈরি করা হবে, তরুণদের কর্মসংস্থান তৈরি করা হবে। লুটেরা-দুর্নীতিবাজদের বিচারের আওতায় আনা হবে।’
এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের সঞ্চালনায় পথসভায় আরও বক্তব্য দেন দলের সদস্যসচিব আখতার হোসেন ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।