আফগানিস্তানের পূর্বাঞ্চল কুনার প্রদেশে গভীর রাতে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২৫০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় ৫০০ জন।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.০। এর উৎপত্তি জালালাবাদের উত্তর-পূর্বে প্রায় ২৭ কিলোমিটার দূরে এবং ভূগর্ভের ৮ কিলোমিটার গভীরে। মূল কম্পনের পর আরও দুটি আফটারশক আঘাত হানে, যার মধ্যে একটি ছিল ৫.২ মাত্রার।
মুজাহিদ আরও বলেন, জীবন রক্ষায় সব ধরনের সম্পদ কাজে লাগানো হচ্ছে।