সাংবাদিক ও কলামিস্ট আনিস আলমগীর বলেছেন, ড. ইউনূস আজ তৃতীয় কিস্তিতে খুচরা অনেক রাজনৈতিক দলের নেতাদের পাশে বসে বক্তৃতা দিতে গিয়ে বলেছেন— পতিত শক্তি গণ্ডগোল সৃষ্টি করে নির্বাচনের আয়োজন বানচাল করার চেষ্টা করছে। এই অপচেষ্টাকে প্রতিহত করতে ‘ফ্যাসিবাদবিরোধী’ সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
আজ রবিবার তিনি এক ফেসবুক স্ট্যাটাসে আরো যোগ করেন, অন্যদিকে, তারই নিয়োগকর্তাদের একজন সমন্বয়ক আজ চাঁদার টাকা আনতে গিয়ে সাঙ্গাতসহ ধরা পড়েছেন— দ্বিতীয় কিস্তি, কোটি টাকার। আর এই ‘চাঁদাবাজ সমন্বয়ক’ই আবার ফেসবুকে স্ট্যাটাস দেয়— ‘ডিসেম্বরে কিসের ভোট? বিম্পি তো মাদার চো*।
পাতার নাম পুদিনা, বিএনপিরে তুদি না…”
আনিস আলমগীর বলেন, নির্বাচন বানচাল করতে চায় কারা, উনি দায়ী করেন কাকে! আওয়ামী লীগ কি নির্বাচন বানচাল চায়? নাকি উনার প্রিয় পাত্ররাই নির্বাচন চান না? মানুষ কি এতই অবুঝ!
তিনি আরো যোগ করেন, শুনুন বদ্দা, আপনি দয়া করে সুষ্ঠু একটি নির্বাচন দিন, বিদায় নেন— জাতিকে বাঁচান। আপনার মতো একজন নোবেলজয়ীকে যদি আন্দোলন করে ক্ষমতা থেকে নামাতে হয়, সেটা শুধু আপনার লোকজনের জন্যই লজ্জাজনক হবে না— আমাদের জাতিকেও বিশ্ব দরবারে অপমানিত করবে।
সবশেষে তিনি কারণ হিসেবে বলেন, বিলিয়ন ডলার খরচ করে আপনার প্রোপাগান্ডা টিম বিশ্বজুড়ে আপনার এমন এক শক্তিশালী ইমেজ তৈরি করেছে, যে ইমেজ দেখে তারা আমাদের কথা বিশ্বাসই করবে না।