শিরোনাম
দেশে মব সন্ত্রাসে চার বছরে মৃত্যুহার বেড়েছে পাঁচ গুণ জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপির কর্মসূচিতে হামলা, আহত ২০ ঠাকুরগাঁওয়ে যৌথবাহিনীর অভিযানে ফেনসিডিলসহ ‘জুলাইযোদ্ধা’ আটক ১২০তম জন্মদিন পালন করলেন শ্রীমঙ্গলের রাম সিং গড়, আসল বয়স ১৩৬ সাদা পাথর লুটপাট: সিলেটের বিএনপি নেতার সব পদ স্থগিত উপদেষ্টা হয়েও পাথর তোলা বন্ধ রাখতে পারলাম না : রিজওয়ানা রাজাকার, রাজাকার স্লোগানের পর ঢাবির ভিসিকে যা বলেছিলেন শেখ হাসিনা ২০ আগষ্ট উদ্বোধন হতে যাচ্ছে সুন্দরগঞ্জের তিস্তা সেতুর সংস্কার বাস্তবায়ন ছাড়া নির্বাচনে যাবে না এনসিপি: আখতার ২৪ ঘণ্টায় কলেজছাত্রী রত্না হত্যার রহস্য উদঘাটন; বিশেষ পুরস্কার পেলেন পুলিশ পরিদর্শক প্রবীর
মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ১০:৫৩ পূর্বাহ্ন

আপত্তিকর ভিডিও ভাইরাল; শরীয়তপুরের সেই ডিসিকে করা হলো ওএসডি; জানা গেছে নারীর পরিচয়

ডেস্ক রিপোর্ট / ৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫

এক নারীর সঙ্গে আপত্তিকর ছবি ও ভিডিও প্রকাশের পর শরীয়তপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আশরাফ উদ্দিনকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে। আজ শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু’র স্বাক্ষর করা প্রজ্ঞাপনে বলা হয়, আশরাফ উদ্দিনকে বদলিপূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) করা হয়েছে।

গত বৃহস্পতিবার রাতে এক নারীর সঙ্গে শরীয়তপুরের ডিসি আশরাফ উদ্দিনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। যেখানে ডিসিকে এক নারী সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখা যায়।

জানা গেছে, ওই নারী (৩৬) টাঙ্গাইল সদরের বাসিন্দা এবং ডিসি আশরাফের শ্যালক মাজহারুল ইসলাম সংগ্রামের সাবেক স্ত্রী। ডিসির সঙ্গে অনৈতিক সম্পর্কের জেরেই স্বামীর সঙ্গে তার ডিভোর্স হয়।

ওই নারী বলেন, পারিবারিক সম্পর্কের সুযোগ নিয়ে ডিসি আশরাফ আমার সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমার স্বামীর সঙ্গে ডিভোর্স করিয়েছে। কিন্তু এখন বিয়ের কথা বললে তিনি আমাকে বাজে গালিগালাজ করছে এবং মেরে ফেলার হুমকিও দিচ্ছে। তিনি আমাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করেছেন।

অন্যদিকে শনিবার রাতে একটি গণমাধ্যমকে জেলা প্রশাসক আশরাফ উদ্দিন বলেন, সম্পর্কটি ছিল পারিবারিক ঘনিষ্ঠতার সূত্র ধরে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ওই নারী তাকে ফাঁদে ফেলে ঘুমের ওষুধ খাইয়ে ছবি ও ভিডিও ধারণ করেন। এরপর তিনি একাধিকবার অর্থ দাবি করেন এবং না দিলে ভিডিও ফাঁসের হুমকি দেন।

তিনি আরও বলেন, প্রতি মাসে তাকে টাকা দিতে হয়েছে। ব্যাংকের মাধ্যমে দেওয়া সেই টাকার প্রমাণ আমার কাছে রয়েছে। এমনকি তিনি আমার স্ত্রীকে তালাক দিয়ে তাকে বিয়ে করতে চাপ দেন।

প্রসঙ্গত, মোহাম্মদ আশরাফ উদ্দিন ২০২৪ সালের ৩ নভেম্বর শরীয়তপুরের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি ২৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা এবং এর আগে নিউরো-ডেভেলপমেন্ট ট্রাস্টের পরিচালক হিসেবে কাজ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ