সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০৬:১০ অপরাহ্ন

আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেফতার

ফয়সাল হোসাইন সনি, বগুড়া  / ৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

বগুড়ার শাজাহানপুরে প্রাণ ইন্টিগ্রেটেড ডেইরি ফার্মে সংঘটিত ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত দুটি ট্রাক ও লুট করা গরু বিক্রির এক লাখ পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়।

গত ৮ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পাড়টেপুর (আশেকপুর) এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। দেশীয় অস্ত্রের মুখে নিরাপত্তা প্রহরীকে জিম্মি করে ডাকাতদল প্রায় ২২ লাখ টাকার আটটি ফ্রিজিয়ান গরু ও ফার্মের যন্ত্রাংশ লুট করে। এ ঘটনায় শাজাহানপুর থানায় মামলা (নং-১০, তারিখ-০৯/০৮/২০২৫, ধারা ৩৯৫/৩৯৭) রুজু করা হয়।

মামলাটি ডিবির কাছে হস্তান্তরের পর পুলিশ সুপার মো. জেদান আল মুসার নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা জেলার আশুলিয়া, বাইপাইল, নিশ্চিন্তপুর বাজার ও ধোলাইখাল এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করে ডিবি।

গ্রেফতারকৃতরা হলেন— রফিজুল হকের ছেলে দিদার (৩৪), অহিদের ছেলে আব্দুল মান্নান মুন্না (২৩), সাফিজল ব্যাপারির ছেলে সোহেল (২৮), তারা ভোলা জেলার বোরহান উদ্দিন উপজেলার লক্ষিপুর এলাকার বাসিন্দা। অপর ২ জন আসামী হলেন, ভোলা জেলার তজিমুদ্দিন উপজেলার ইন্দ্রনারায়নপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের মৃত আব্দুল হাই এর ছেলে জিয়াউর রহমান (৩৫) ও মজিবুর রহমান মুঞ্জুর ছেলে জাফর হোসেন (৪৫)।

ডিবি জানায়, গ্রেফতার জিয়াউর রহমানের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি ও চুরিসহ চারটি মামলা বিচারাধীন রয়েছে। তারা সবাই আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য এবং বিভিন্ন এলাকায় নিয়মিত ডাকাতি ও চুরি করে আসছিল।

ডিবির ইনচার্জ ইকবাল বাহার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, পলাতক আসামিদের গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ