শিরোনাম
সড়ক দুর্ঘটনার খবর আনতে গিয়ে বাবার মৃত্যু দেখলেন সাংবাদিক ছেলে ’আর যেন গন্ডগোল না হয়, হামরা শান্তিতে বসবাস করিবার চাই’ মিঠাপুকুরে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগে লটারি স্থগিত: বাতিল আবেদন নিয়ে ক্ষোভ, উত্তপ্ত ইউএনও অফিস আ. লীগ কর্মীদের প্রশিক্ষণের অভিযোগে মেজর সাদিক সেনা হেফাজতে নীলফামারীতে ১২ বছর পর কবর থেকে উত্তোলন আবু বক্কর সিদ্দিকের মরদেহ একটা প্রমাণ দেখান, চ্যালেঞ্জ ছুঁড়লেন সাদিক কায়েম রাণীশংকৈলে ১৮ জন জটিল রোগে আক্রান্ত ব্যাক্তি সরকারি সহায়তায় পেলেন ৯ লাখ টাকার চেক  নীলফামারীতে আন্তঃবিদ্যালয় বিতর্ক উৎসব-২০২৫ অনুষ্ঠিত ধর্ষণ বিরোধী মঞ্চের রংপুর জেলা কমিটি গঠন লালমনিরহাটে পুলিশের তৎপরতায় কালীগঞ্জ থেকে চোরাই দুই অটোরিকশা উদ্ধার
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৮:৫৭ অপরাহ্ন

আদালত চত্বরে আ’লীগ নেতাদের ডিম নিক্ষেপ করতে এসে পুলিশ হেফাজতে ছাত্রদলের পাঁচ নেতা

ডেস্ক রিপোর্ট / ২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের তিন আসামিকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ করার সময় জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সেতাউর রহমানসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

বুধবার (৩০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চাঁপাইনবাবগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানার সামনে এ ঘটনা ঘটে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুল ওদুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জঙ্গিবিরোধী অভিযান ‘অপারেশন ঈগল হান্ট’ মামলায় শিবগঞ্জ উপজেলার আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সালাম, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ ও যুবলীগ নেতা আবু কালাম আজাদ জামিন আবেদন করেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা দায়রা জজ মিজানুর রহমান অতিরিক্ত জেলা দায়রা জজের কাছে এটি হস্তান্তর করেন। পরে শুনানি শেষে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আসামির উপস্থিতিতে জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সরেজমিন দেখা যায়, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাদের আসার খবর পেয়ে আদালত প্রাঙ্গণে জড়ো হতে থাকেন ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় আদালতের সামনে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। আদালতের হাজতখানা থেকে বের হওয়ার সময় ছাত্রদল কর্মীরা আসামিদের লক্ষ্য করে ডিম ছুড়ে মারেন।

এসময় সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমানের উপস্থিতিতে জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সেতাউর রহমানসহ ৫-৬ জন নেতাকর্মীকে টেনেহিঁচড়ে মারধর করতে করতে আদালতের হাজতখানায় নিয়ে যায় পুলিশ। এসময় তাদের কিল,-ঘুসি, লাথিও মারে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মতিউর রহমান বলেন, পরিস্থিতি শান্ত করতে তাদের হেফাজতে নেওয়া হয়েছে। গ্রেফতার বা আটক করা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ