শিরোনাম
নীলফামারীর কিশোরগঞ্জে কুইজ প্রতিযোগিতা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বগুড়ার গাবতলীতে ডাকাতির সময় বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা আগে সংবিধান সংশোধন, তারপর জাতীয় নির্বাচন শেখ হাসিনাকে দিয়েই অভিযান শুরু করার দাবি ভারতীয় এমপির আর একটি পাথরও যেন চুরি না হয় সে ব্যবস্থা করা হবে: ডিসি সারওয়ার দেবীগঞ্জে আওয়ামী লীগের বিরুদ্ধে দায়ের করা মামলায় জামায়াত কর্মী গ্রেফতার রংপুরে অটো চালক মানিক হত্যা মামলায় গ্রেফতার হয়েছেন আওয়ামী লীগ নেতা মিঠুন জাককানইবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, লিখিত অভিযোগ দিলেন দুই নবীন বাংলাদেশ রাণীশংকৈল সীমান্তে বিজিবি’র হাতে ৪ বাংলাদেশী আটক পাঠ্যবইয়ে গণহত্যাকারীদের তালিকায় থাকবে শেখ হাসিনার নাম
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০১:০৭ পূর্বাহ্ন

আগে সংবিধান সংশোধন, তারপর জাতীয় নির্বাচন

নিজস্ব প্রতিবেদক, রংপুর / ২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, আমরা চাই গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান সংশোধন করে তারপর জাতীয় নির্বাচন। কিন্তু অনেকেই শুধু চায় জাতীয় সংসদ নির্বাচন। এসব বিষয় নিয়ে সরকারকে একটা সিদ্ধান্তে আসতে হবে। যাতে গণপরিষদ নির্বাচনের আয়োজনটা সরকার সঠিক সময়ে করতে পারে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছে গণসংযোগকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, বাংলাদেশের সংবিধান, বিচার বিভাগ, প্রশাসন, প্রত্যেকটা জায়গায় যে সংস্কারগুলো প্রয়োজন, সেসব নিয়ে অনেকগুলো আলাপ আলোচনা তৈরি হয়েছে। এসব দাবির পক্ষে জনমত প্রতিষ্ঠা করতেই মাঠে কাজ করছে এনসিপি। আমাদের বার্তা আমরা পৌঁছে দিচ্ছি।

তিনি আরও বলেন, গণপরিষদ নির্বাচনসহ সংস্কার ও বিচার দৃশ্যমানের জন্য কাজ করছি। একইসঙ্গে সরকার যে সংস্কার কার্যক্রম আলোচনায় এনেছে, সেগুলো যাতে সরকার দ্রুত করতে পারে সেজন্য আমরা জনমত গঠনেও কাজ করছি। সারাদেশে যে কোনো গণতান্ত্রিক আন্দোলনে গণমানুষকে সঙ্গে নিয়ে সামনের পথটা আমরা নির্মাণ করতে পারব।,

আখতার আরও যোগ করেন, নির্বাচনের জন্য সরকার যে সময়সীমা দিয়েছে, সে সময়ে নির্বাচন করতে পারে। তবে তার আগে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা, বিচারকে দৃশ্যমান পর্যায়ে উন্নীত করা, মাঠপর্যায়ের নিরপেক্ষতা নিশ্চিত করা ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। যত দ্রুত সরকার এসব নিশ্চিত করতে পারবে, তত দ্রুত নির্বাচন করতে পারবে, অন্যথায় নয়।

উল্লেখ্য যে, বৈরী আবহাওয়া উপেক্ষা করে বৃহস্পতিবার আখতার হোসেন তার নির্বাচনী এলাকা রংপুর-৪ আসনের কাউনিয়া উপজেলার চর গোনাই, হারাগাছ, সারাই ও পীরগাছার দেউতিসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।

তার সাথে আরও উপস্থিত ছিলেন এনসিপির রংপুর মহানগর কমিটির যুগ্ম সমন্বয়কারী আলমগীর নয়ন, জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী এন আই সুমনসহ জেলা ও মহানগর নেতারা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ