শিরোনাম
নিষিদ্ধ না করে নির্বাচন হলে জাতীয় পার্টি রূপে ফিরবে আ.লীগ: রাশেদ খাঁন সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ সৈয়দপুরে জলবায়ু পরিবর্তন ও সচেতনতা বিষয়ক উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত। এনসিপিতে চাঁদাবাজ, তেলবাজ ও সেলফিবাজ নেতাদের ঠাঁই হবে না: হাসনাত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরতে চায় বিএনপি-জামায়াত ‘ছাত্রলীগ কর্মী’ থেকে সরাসরি ছাত্রদলের সেক্রেটারি পদে, প্রতিবাদ জানিয়ে অব্যহতি নিলেন ৪ জন চাঁদা না পেয়ে মাছ লুট: উপজেলা বিএনপি নেতার বিরুদ্ধে তদন্তে জেলা বিএনপি জুলাই পুনর্জাগরণ উপলক্ষে রংপুরে সহস্রাধিক নারী-পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছে সেনাবাহিনী। গণঅধিকার পরিষদের রংপুর মহানগর শাখার আহব্বায়ক কমিটি গঠন: আহব্বায়ক সৈয়দ গাফফারুল ইসলাম, সদস্য সচিব মো.ইয়াছিন আলি সমন্বয়কদের চাঁদাবাজির খবরে বেদনায় নীল হয়ে গিয়েছি: মির্জা ফখরুল চাঁদাবাজির বিপক্ষে পোস্ট দেয়ায় বৈষম্যবিরোধী নেতাকর্মীর ওপর এনসিপির হামলা
সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১০:৩৪ অপরাহ্ন

অবশেষে এনসিপি ছাড়ার ঘোষণা দিলেন আলোচিত নীলা ইসরাফিল

আবু সায়েম, স্টাফ রিপোর্টার / ৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫

নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিলেন আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব নীলা ইসরাফিল।

সোমবার (২৮ জুলাই) ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি পদত্যাগের ঘোষণা দেন। এ সময় তিনি উল্লেখ করেন, আমি নৈতিকতা বেছে নিচ্ছি, দুর্বৃত্ত রাজনীতি নয়।

স্ট্যাটাসে নিলা ইসরাফিল লিখেন, এনসিপি (NCP) একটি রাজনৈতিক দল, যেখানে অপরাধীর বিচার হয় না, যেখানে একজন নারীকে হেনস্তার পরেও অপরাধীর পক্ষে নীরবতা পালন করা হয় সেই জায়গায় আমি এক মুহূর্তও থাকতে পারি না।

নীতিগত পার্থক্য, দলীয় সিদ্ধান্তে অস্বচ্ছতা এবং রাজনৈতিক মূল্যবোধে বিস্মরণ — এসব কারণ দেখিয়ে তিনি দলের সঙ্গে আর পথচলা সম্ভব নয় বলে মন্তব্য করেন। তিনি বলেন, “দলীয় স্বার্থে নয়, জনগণের স্বার্থে রাজনীতি করতে চেয়েছিলাম। কিন্তু বর্তমান এনসিপি সেই পথ থেকে অনেক দূরে সরে গেছে।”

তিনি অভিযোগ করেন, একজন নারীকে অপমান, নিপীড়ন ও সামাজিকভাবে ধ্বংসের চেষ্টা করা যে ব্যক্তিটি করেছে, তার বিরুদ্ধে যখন কোনও শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয় না, বরং সে দলীয় ছত্রচ্ছায়ায় বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় সেই দল আর কোনও মতাদর্শ বা ন্যায়বিচারের প্রতিনিধিত্ব করে না।

তিনি উল্লেখ করেন, আমি আজ থেকে, এখন থেকেই এনসিপির (NCP) সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করছি। এ দলকে আমি দান (reject) করলাম। আমি ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। আপোষহীন প্রতিবাদই আমার অস্ত্র। সত‍্য ও মর্যাদার পথে আমি একা চললেও পিছপা হব না।

এনসিপি’র পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে দলটির অভ্যন্তরীণ একটি সূত্র জানিয়েছে, নীলার পদত্যাগ প্রত্যাশিতই ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ