শিরোনাম
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের চিকিৎসক শ্বশুরবাড়িতে—জরুরি বিভাগেই রোগীর মৃত্যু এক বা দুই বিষয়ে ফেল করাদের কলেজে ভর্তির সুযোগ দাবি সিবগাতুল্লাহর বৃদ্ধা মায়ের ভার বইতে অপারগতা; কৌশলে শাশুড়িকে রাস্তায় রেখে পালালেন পুত্রবধূ কাউনিয়ায় খেলাফত মজলিসের কমিটি গঠন ৭ মার্চেও সোহরাওয়ার্দী উদ্যান জামায়াতের সমাবেশের মতো টইটম্বুর হয়ে ভরে ওঠেনি: তাহের ‘জয় বাংলা’ স্লোগানে টিকটক ভিডিও বানাতে গিয়ে আটক হলেন ১২ তরুণ দিনাজপুরে ঝড়ে গাছ ভেঙে অটোর উপর পড়ে গৃহবধূ নিহত, আহত শিশু ও চালক ‘কিসের স্বাধীন দেশ, আমার বাবাকে প্রকাশ্যে হত্যা করে মিছিল করতেছে’ মিছিলের প্রস্তুতির সময় গ্রেপ্তার হলেন নিষিদ্ধ ছাত্রলীগের তিন কর্মী রাণীশংকৈলে সাপের কামড়ে যুবকের মৃত্যু
শনিবার, ২৬ জুলাই ২০২৫, ০৫:১৯ পূর্বাহ্ন

অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র চালানোর কোনো ভিশন নেই, অভিযোগ ঢাবি অধ্যাপকের

ডেস্ক রিপোর্ট / ৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

জাতীয় বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ কম থাকায় কঠোর সমালোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান মামুন। তার অভিযোগ, অন্তর্বর্তী সরকারের এই অবহেলা থেকেই প্রমাণ হয়, তাদের রাষ্ট্র পরিচালনার কোনো সুস্পষ্ট ভিশন বা লক্ষ্য নেই।

বৃহস্পতিবার (২৪ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে অধ্যাপক মামুন লিখেছেন, “যেইদিন থেকে শিক্ষা ও স্বাস্থ্যে নামমাত্র বরাদ্দ দেখেছি, সেইদিনই বুঝে গেছি—অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র চালানোর আসলে কোনো ভিশনই নেই।”

শুধু স্ট্যাটাসেই থেমে থাকেননি, মন্তব্যের ঘরেও তিনি যুক্ত করেছেন আরো কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য। সেখানে তিনি লিখেছেন, “দেশের প্রধান সমস্যাই হলো শিক্ষা। শিক্ষার কারণে বেকার সমস্যা, শিক্ষার কারণে মব, শিক্ষার কারণেই সব রকমের পরিবেশ দূষণ। সাথে স্বাস্থ্য তো আছেই। এই দুই খাতে অবহেলার কারণে প্রতিবছর লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে চলে যাচ্ছে।”

অধ্যাপক মামুন বরাবরই শিক্ষা ও গবেষণার গুরুত্ব নিয়ে সোচ্চার। তিনি বিশ্বাস করেন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে পর্যাপ্ত সরকারি বিনিয়োগ ছাড়া কোনো জাতির টেকসই উন্নয়ন সম্ভব নয়। তিনি এর আগে একাধিকবার গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, “একটি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত হলো শিক্ষা ও স্বাস্থ্য। কিন্তু বারবার দেখা যাচ্ছে, এ দু’টি খাতেই সর্বনিম্ন গুরুত্ব দেওয়া হচ্ছে।”

অধ্যাপক মামুনের এই স্ট্যাটাস সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তার সঙ্গে একমত হয়ে মন্তব্য করেছেন যে, শিক্ষা ও স্বাস্থ্য খাতে পর্যাপ্ত বিনিয়োগ ছাড়া রাষ্ট্রের সামগ্রিক উন্নয়ন কল্পনাও করা যায় না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ