শিরোনাম
তারেক রহমান ও জুবাইদা রহমানের খালাসের রায় প্রকাশ কোটার বিরুদ্ধে আন্দোলন করে আবার কোটা চালু কি বাটপারি নয়, প্রশ্ন ঢাবি অধ্যাপকের চিলড্রেন্স পার্টি’র কথা শুনে বিভ্রান্ত হওয়ার কারণ নেই : মির্জা আব্বাস লক্ষ্য একটাই, ফেব্রুয়ারিতে নির্বাচন: মির্জা ফখরুল কমিটি গঠনের ১ দিনের মাথায় এনসিপির তিন নেতার পদত্যাগ শিবিরের গুপ্ত কর্মীরা ছাত্রদলের বিপক্ষে ‘মব’ সৃষ্টি করছে : নাছির উদ্দিন বঙ্গোপসাগরে নৌবাহিনীর হাতে আটক হয়েছে ভারতীয় ট্রলারসহ ৩৪ জেলে অন্তর্বর্তী সরকারের আমলেই হবে জুলাই হত্যাকাণ্ডের বিচার: আসিফ নজরুল মিছিল শেষে লুটিয়ে পড়ে মারা গেলেন বিএনপি নেত্রী চাঁদা তোলে পল্টনে, ভাগ যায় লন্ডনে!’—কেন এই স্লোগান
সোমবার, ১৪ জুলাই ২০২৫, ১১:১৯ অপরাহ্ন

অন্তর্বর্তী সরকারের আমলেই হবে জুলাই হত্যাকাণ্ডের বিচার: আসিফ নজরুল

ডেস্ক রিপোর্ট / ৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

অভ্যুত্থানের বর্ষপূতিতে জুলাই গণহত্যার বিচার শেষ করার আশ্বাস দিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

সোমবার (১৪ জুলাই) নারায়ণগঞ্জের হাজীগঞ্জে জুলাই অভ্যুত্থানে জেলার শহীদ ৫৬ জনের স্মরণে স্মৃতিস্তম্ভ উদ্বোধনে গিয়ে তিনি এ কথা বলেন।

আইন উপদেষ্টা বলেন, বিচার দ্রুত গতিতে এগিয়ে চলেছে। ৫ আগস্ট এর আগে জুলাই-২৪ ঘিরে সব মামলার চার্জশিট জমা দেয়ার চেষ্টা চলছে। আর অন্তর্বর্তী সরকারের আমলেই জুলাই গণহত্যার বিচার কার্যক্রম শেষ করা হবে।

এ সময় জুলাইয়ের মতো সবাইকে ঐক্যবদ্ধ একটি পরিবারের মতো থাকার আহ্বান জানিয়ে অধ্যাপক আসিফ নজরুল বলেন, স্থানীয়ভাবে অনেক হত্যাকাণ্ড ও চাঁদাবাজি হচ্ছে। আপনারা জুলাইয়ের মতো ঐক্যবদ্ধ থাকলে অবশ্যই চাঁদাবাজদের প্রতিরোধ করতে পারবেন। প্রশাসন আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করবে।

এদিকে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে নারায়ণগঞ্জে উদ্বোধন করা হয়েছে দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ।

উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের আরও চার উপদেষ্টা আদিলুর রহমান, মুহাম্মদ ফাওজুল কবির খান, অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার ও রেজওয়ানা হাসান উপস্থিত ছিলেন।

তারা বলেন, তরুণ প্রজন্মের কাছে শহীদদের আত্মত্যাগ তুলে ধরতে ও তাদের স্মরণ করতে সারাদেশে জুলাই স্মৃতিস্তম্ভ তৈরি করা হচ্ছে। গণভবনকে ফ্যাসিবাদবিরোধী জাদুঘর বানানোর কাজ শেষ। এছাড়া শহীদদের কবরগুলো সংরক্ষণেরও ব্যবস্থা করা হয়েছে বলে জানান তারা।

অনুষ্ঠান শেষে শহীদদের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ