দিনাজপুরের খানসামা উপজেলার প্রত্যন্ত গ্রাম গোয়ালপাড়া। এখানেই জন্ম নিয়েছেন মেধাবী তরুণ অনুকূল রায়। বয়স মাত্র ১৬ বছর হলেও স্বপ্ন তাঁর আকাশ ছোঁয়া। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন তিনি। দুই বছরের অক্লান্ত পরিশ্রম শেষে তৈরি করেছেন একটি বিমান। যার নাম দিয়েছেন The Royal Sky-110।
শনিবার বিকেলে নিজের বানানো বিমানটি আকাশে উড়িয়ে দেন অনুকূল। হঠাৎ আকাশে বিমান উড়তে দেখে গ্রামবাসীর মধ্যে দেখা দেয় চাঞ্চল্য। এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে কৌতূহল আর উচ্ছ্বাস। কেউ মোবাইলে ভিডিও করেন, কেউবা অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকেন কিশোর উদ্ভাবকের দিকে।
অনুকূল রায় বলেন,বিমানটি তৈরি করতে আমার প্রায় দুই বছর লেগেছে। ছোটবেলা থেকেই বিজ্ঞান আর প্রযুক্তি বিষয়ে আগ্রহ ছিল। ২০২৩ সালে আমি একটি রোবট বানিয়েছিলাম। এবার চেষ্টা করলাম বিমান বানানোর। সরকারি সহযোগিতা পেলে আরও নতুন কিছু করার ইচ্ছে আছে।
সম্প্রতি আঙ্গারপাড়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেছেন এই তরুণ। পড়াশোনার পাশাপাশি তিনি বিজ্ঞানভিত্তিক নানা কাজে নিজেকে যুক্ত রেখেছেন। অনুকূলের স্বপ্ন তরুণদের সৃজনশীল চিন্তা কাজে লাগিয়ে দেশের জন্য কিছু করা।
স্থানীয় শিক্ষক পরাণ চন্দ্র রায় বলেন,অনুকূল আমাদের গ্রামের গর্ব। তার মতো ছেলেদের কারণে তরুণরা বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আরও আগ্রহী হবে।
এ বিষয়ে ভেড়ভেড়ী ইউনিয়নের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বাবুল জানান,আমি বিষয়টি শুনেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলে অনুকূলের জন্য কিছু করার চেষ্টা করব।
গ্রামবাসী মনে করেন, অনুকূলের এই সাফল্য কেবল তার পরিবারের নয়, গোটা উপজেলার জন্য এক বিরল অর্জন। তারা আশা করছেন, ভবিষ্যতে অনুকূলের হাত ধরে আরও বড় উদ্ভাবনী প্রকল্প বাস্তবায়িত হবে।
দিনাজপুরের অনুকূলের তৈরি বিমান