শিরোনাম
হাসপাতালে আহতদের দেখতে উপদেষ্টা নেতাদের ভিড়; চিকিৎসা-উদ্ধার ব্যাহত, সমালোচনা স্কুল থেকে ছেলে ফিরলেও এখনো ফেরেননি ছেলেকে আনতে যাওয়া মা ২০ শিক্ষার্থীর জীবন বাঁচানো সেই শিক্ষিকা মেহেরীন না ফেরার দেশে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন বন্ধ: লোডশেডিংয়ে উত্তরাঞ্চলের ৮ জেলা মাইলস্টোন ট্রাজেডি; সারাদেশে দোয়া মাহফিল করবে বিএনপি ছেলেকে পেলেও তৃতীয় শ্রেণির আফিয়াকে হন্যে হয়ে খুঁজছেন মা রাষ্ট্রীয় শোক থাকলেও স্থগিত হচ্ছে না এইচএসসি: পরীক্ষা নিয়ন্ত্রক বাংলাদেশকে সব ধরনের সহায়তা করতে প্রস্তুত ভারত : মো‌দি দগ্ধদের দেখতে নেতাকর্মীদের নিয়ে হাসপাতালে যাওয়া বন্ধ করুন: সারজিস মাইলস্টোন নয়, দিয়াবাড়ির ফাঁকা স্থানে বিমানটি নেওয়ার প্রাণপণ চেষ্টা করেছিলেন তৌকির
মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ০২:৪৩ পূর্বাহ্ন

অনিয়ম ঢাকতে সাংবাদিকদের ভিজিটিং কার্ড নিয়ে টাকা দিচ্ছে পিআইও

জেলা প্রতিনিধি, নীলফামারী / ২১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) লতিফুর রহমানের বিরুদ্ধে প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, এই অনিয়মের খবর যাতে প্রকাশ না পায়, সে কারণে সাংবাদিকদের অর্থ দেওয়ার চেষ্টা করছেন তিনি।

সোমবার (২১ জুলাই) দুপুরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে গিয়ে দেখা যায়, বিভিন্ন গণমাধ্যমকর্মীর ভিজিটিং কার্ড নিয়ে একটি তালিকা তৈরি করা হচ্ছে। এরপর সেই তালিকা অনুযায়ী কাউকে ১ হাজার, আবার কাউকে ২ হাজার টাকা করে দেওয়া হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে টিআর, কাবিখা ও কাবিটা প্রকল্পের আওতায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বরাদ্দ পাওয়া বিভিন্ন প্রকল্পে অনিয়ম হয়েছে। এসব অনিয়মের তথ্য সাংবাদিকদের হাতে পৌঁছালে বিষয়টি ধামাচাপা দিতে তাদের ডেকে এনে টাকা দেওয়া হচ্ছে।

স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের মতে, এই ধরনের লেনদেন কেবল সাংবাদিকতার নীতিনৈতিকতা নয়, প্রশাসনিক স্বচ্ছতাকেও প্রশ্নবিদ্ধ করে। বিষয়টির নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন তারা।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের কার্য সহকারী অশোক রায় বলেন, জেলার বিভিন্ন সাংবাদিকদের ডেকে এনে তাদের ভিজিটিং কার্ড নিচ্ছি। গ্রেড অনুযায়ী কাউকে ১ হাজার, কাউকে ২ হাজার টাকা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে কথা বলতে চাইলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লতিফুর রহমান কোনো মন্তব্য করতে রাজি হননি।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সাংবাদিক জানান, প্রতি বছর অর্থবছরের শেষে এমনভাবে টাকা দেওয়া হয় যাতে প্রকল্প বাস্তবায়নে অনিয়ম হলেও গণমাধ্যমে তা উঠে না আসে।

নীলফামারী জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মনোয়ার হোসেন বলেন, সাংবাদিকদের ভিজিটিং কার্ড নিয়ে কীভাবে টাকা দেওয়া হচ্ছে, তা আমার জানা নেই। যদি এমন কিছু হয়ে থাকে, তাহলে আপনি পিআইওর সঙ্গে কথা বলুন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ