বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২১ অপরাহ্ন

অনার্স ২য় বর্ষের ফরম পূরণের অযৌক্তিক ফি বৃদ্ধি প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি

তানভীর আহমাদ, রংপুর (পীরগঞ্জ) প্রতিনিধি / ৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

সরকারি শাহ্ আব্দুর রউফ কলেজ, পীরগঞ্জ, রংপুরের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের অনার্স ২য় বর্ষের শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর একটি স্মারকলিপি প্রদান করেছেন।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ফরম পূরণের ফি অযৌক্তিকভাবে বাড়ানো হয়েছে। এর ফলে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের পরিবারগুলোতে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে। তারা জানান, অনেক শিক্ষার্থীই নতুন এ বর্ধিত ফি দিতে না পারায় ফরম পূরণে অনিশ্চয়তার মুখে পড়েছেন।

শিক্ষার্থীরা এ সময় ৬ দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলোর মধ্যে রয়েছে—

১. ২০২২-২৩ শিক্ষাবর্ষের ফরম পূরণের বর্ধিত ফি প্রত্যাহার করে পূর্বের ফি বহাল রাখা।

২. অনার্স পরীক্ষার ক্ষেত্রে সরকারি ও বেসরকারি কলেজগুলোতে অতিরিক্ত চার্জ না নেওয়া।

৩. ইম্প্রুভ ফি সর্বোচ্চ ৩০০ টাকা নির্ধারণ।

৪. সাটিফিকেট ফি ২০০ টাকা বহাল রাখা।

৫. আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের জন্য বিশেষ সহায়তা প্রদান।

৬. ৬০% উপস্থিতি নিশ্চিত করতে প্রতিটি কলেজে পর্যাপ্ত ক্লাসরুম, আবাসন এবং যাতায়াতের ব্যবস্থা নিশ্চিত করা করতে হবে।

এদিকে শিক্ষার্থীরা জানান, আগামী ৮ সেপ্টেম্বর (সোমবার) পর্যন্ত কলেজের সব ডিপার্টমেন্টের ফরম পূরণ কার্যক্রম স্থগিত থাকবে। দাবি পূরণ না হলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন বলে হুঁশিয়ারি দেন।

শিক্ষার্থীরা মনে করেন, অযৌক্তিক ফি বৃদ্ধি প্রত্যাহার না করলে অনেকেই পড়াশোনা চালিয়ে যেতে পারবেন না। তাই বিষয়টি জরুরি ভিত্তিতে সমাধান করার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ